মেষ রাশির সন্তান
ছোট বেলা থেকেই এরা নিজের মনের কথা স্পষ্ট বলতে বেশি পছন্দ করে। মা-বাবার সঙ্গে এদের সম্পর্ক খুব স্বচ্ছ, তবে এদের মতে না চললেই সম্পর্ক খারাপ হতে পারে।
বৃষ রাশির সন্তান
স্বভাবত এরা খুবই শান্ত এবং চুপচাপ। এরা নিজে যা মনে করবে, সেটাই করবে। জোর করে এদের দিয়ে কিছু করানো সম্ভব হয় না।
মিথুন রাশির সন্তান
ছোট বেলা থেকেই বেশ মিশুকে এবং অতিরিক্ত কথা বলতে পছন্দ করে। তবে নিজের স্বাধীনতার সঙ্গে কোনও আপস করে না এরা। নিজের মতে চলতে চাওয়ার ফলে মা-বাবার সঙ্গে মতবিরোধ লেগেই থাকে।
কর্কট রাশির সন্তান
এরা এমনিতে খুবই হাসি খুশি, কিন্তু যখন নিজের কোনও কাজে বাধা আসে তখন কান্নায় সব কিছু ভাসিয়ে দিতে দেরি করে না।
আরও পড়ুন: গণ অনুযায়ী আপনার চারিত্রিক বৈশিষ্ট্য কেমন, জেনে নিন
সিংহ রাশির সন্তান
এরা ভীষণ চঞ্চল প্রকৃতির হয়। এরা এতটাই ছটফটে হয় যে, এদের সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে হিমশিম খেতে হয় মা-বাবাদের।
কন্যা রাশির সন্তান
এরা এত বেশি লাজুক হয় যে, সমাজে বন্ধুর সংখ্যা খুব কম থাকে। তাই মা-বাবাকে এদের সঙ্গে এমন ভাবে মেলামেশা করতে হয়, যেন বন্ধুর জায়গাটা পূরণ হয়।
তুলা রাশির সন্তান
ছোট বেলা থেকেই এরা সকলের খুব প্রিয় হয় এবং নিজের দিকে সকলকে আকর্ষণ করার ক্ষমতা রাখে। যে কোনও কাজ যত ক্ষণ নিপুণ ভাবে না হবে, তত ক্ষণ শান্তি পায় না এরা।
বৃশ্চিক রাশির সন্তান
অন্যান্য রাশির মধ্যে বৃশ্চিক রাশির সন্তানরা একটু আলাদা হয়। এদের বুদ্ধি হয় অতুলনীয়। যে কোনও কাজ খুব সহজেই আয়ত্ত করে ফেলতে পারে। মা-বাবার বাধ্যগত হয়।
ধনু রাশির সন্তান
এরা এত বেশি মিশুকে হয় যে এদের অগুনতি বন্ধু। যে কোনও পরিবেশে নিজেকে মানিয়ে নিতে সক্ষম হয় এরা।
মকর রাশির সন্তান
ছোট বেলা থেকেই এদের জ্ঞান খুব বেশি। নিজের থেকে বেশি বয়সের বন্ধুদের সঙ্গে মিশতে বেশি পছন্দ করে।
কুম্ভ রাশির সন্তান
এরা একা থাকতে খুবই পছন্দ করে। তবে বাড়ির বড়দের এরা ভীষণ ভাবে প্রিয় হয়।
মীন রাশির সন্তান
এরা ছোট থেকেই খুব চালাক ও মিশুকে হয়। প্রকৃতি নিয়ে ভাবনা চিন্তা করতে ভালবাসে। প্রকৃতির সঙ্গে একটা অবিচ্ছেদ্য সম্পর্ক থাকে এদের।