—প্রতীকী ছবি।
৬ এপ্রিল, রবিবার রামনবমী। রামনবমী হল শুভ একটা তিথি। এই তিথির এক বিশেষ মাহাত্ম্য রয়েছে। রামনবমী ভগবান শ্রীরামের জন্মতিথি বলে পরিচিত। জ্যোতিষশাস্ত্র মতে এই দিন বিশেষ কয়েকটি উপায় পালন করা হয়, যার মাধ্যমে জীবনে নানা দিক থেকে উপকার পাওয়া যায়।
উপায়:
১) রামনবমীর দিন বাড়িতে শ্রীরাম অষ্টক পাঠ করুন।
২) এই দিন আপনার ইষ্টদেবতাকে আপেল, আঙুর, নারকেল এবং বেদানা ভোগ দিন।
৩) রামনবমীর দিন মিষ্টি ভোগের মধ্যে জিলিপি, পায়েস, বেসনের লাড্ডু, বেলের মোরব্বা, কাজু দিয়ে তৈরি মিষ্টি এবং সুজির পায়েস দিন।
৪) রামনবমীর দিন শ্রীরাম, সীতামা এবং হনুমানজিকে তুলসীপাতার মালা অর্পণ করুন।
৫) সন্তানলাভের জন্য একটা নারকেল লাল কাপড়ে মুড়ে সীতামাকে অর্পণ করুন।
৬) এই দিন রামমন্দিরে গিয়ে ১১টা মাটির প্রদীপ ঘি দিয়ে জ্বালুন এবং ‘জয় রাম’ মন্ত্রটি ১০৮ বার পাঠ করুন। এই কাজটি সন্ধ্যাবেলা করতে হবে।
৭) বিয়েতে বিলম্ব থাকলে, অর্থাৎ নানা প্রকার বাধার সম্মুখীন হতে হলে, সেই সকল বাধা দ্রুত কাটানোর জন্য রামমন্দিরে গিয়ে সীতামাকে হলুদ এবং কমলা সিঁদুর অর্পণ করুন।
৮) মনের সকল ইচ্ছা পূরণ করার জন্য এই দিন সকালে স্নান সেরে, শুদ্ধ বস্ত্র পরিধান করে রামায়ণের বাল্যকাণ্ড পাঠ করুন।
৯) এই দিন সকালে বা সন্ধ্যাবেলা রামমন্দিরে গিয়ে কমলা বস্ত্র, কাঁচা ছোলা এবং গুড় দান করুন।