Tips for Basanti Puja

বিপদ কেটে যাবে, জীবনে আসবে টাকা! বাসন্তীপুজোর অষ্টমীর দিন ছয় টোটকায় জীবন হবে সহজ

আগামিকাল, অর্থাৎ ৪ এপ্রিল, শুক্রবার হল বাসন্তীপুজোর অষ্টমী। জ্যোতিষশাস্ত্র মতে, এই পুজোর সময় যদি বিশেষ কিছু নিয়ম পালন করা হয়, তা হলে জীবন সুখ-সমৃদ্ধিতে ভরে উঠবে।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৫ ১৩:২৪
Share:

—প্রতীকী ছবি।

বসন্তকালে চৈত্রমাসে যে দুর্গাপুজো করা হয় সেটাই হল বাসন্তীপুজো। আগামিকাল, অর্থাৎ ৪ এপ্রিল, শুক্রবার হল বাসন্তীপুজোর অষ্টমী। বাসন্তীপুজোর অষ্টমী তিথি হল অত্যন্ত শুভ একটি তিথি। জ্যোতিষশাস্ত্র মতে, এই পুজোর সময় যদি বিশেষ কিছু নিয়ম পালন করা হয়, তা হলে জীবন সুখ-সমৃদ্ধিতে ভরে উঠবে।

Advertisement

দেখে নেব কী কী উপায় পালন করতে হবে:

১) বাসন্তীপুজো শুরুর দিন একটা লাল কাপড়ে কিছুটা বাতাসা, একটা কয়েন, পাঁচটা কড়ি এবং পাঁচটা গোমতী চক্র বেঁধে মায়ের কাছে রেখে আসুন। তার পর পুজো শেষ হয়ে গেলে এই সকল সামগ্রী নিয়ে এসে টাকা রাখার জায়গায় রেখে দিন।

Advertisement

২) অষ্টমীর পুজো চলাকালীন তিন জন বিবাহিত মহিলাকে সাজগোজের জিনিস দেওয়া খুবই শুভ বলে মানা হয়। কিন্তু খেয়াল রাখতে হবে সেই সব জিনিসের মাঝে যেন কিছু না কিছু লাল জিনিস অবশ্যই থাকে।

৩) এই পুজোর সময় মাকে গোলাপফুল এবং লবঙ্গ দিয়ে মালা তৈরি করে নিবেদন করলে জীবনের সমস্ত দুঃখ-কষ্ট দূর হবে।

৪) বাসন্তীপুজোর অষ্টমী তিথিতে একটা পাত্রে আলতা, সিঁদুর, নতুন লাল কাপড়, চুড়ি, সুগন্ধি, পাঁচটা ফল এবং পাঁচ রকমের মিষ্টি দিয়ে মাকে নিবেদন করুন। এই কাজটি করলে জন্মছকে শুক্র গ্রহের স্থান ভাল হয় বলে মনে করা হয়।

৫) বাসন্তীপুজোর যজ্ঞ চলাকালীন সেই আগুনের মধ্যে আহুতির সামগ্রী দেওয়া খুবই শুভ। কিন্তু সেই আহুতি দেওয়ার সময় সেই সকল জিনিস যেন কোনও ভাবে মাটিতে না পড়ে সে দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে।

৬) অষ্টমী তিথিতে বাড়ির তুলসীমন্দিরে ন’টি মাটির প্রদীপ জ্বালুন। পাঁচ বছরের নীচে বয়স এমন ন’জন শিশুকন্যাকে খাবার খাওয়ান এবং তাঁদের কিছু সাজগোজের সামগ্রী উপহার দিন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement