‘সুগন্ধ’ এমনই এক বিষয় যার আকর্ষণ থেকে রেহাই পান না কেউই। ব্যক্তি বিশেষে এই গন্ধের আকর্ষণ এক এক জনের কাছে এক এক রকমের হয়। এই গন্ধের সম্মোহনেই যৌন ইচ্ছা পায় চরম মাত্রা।
এ বার আসুন জেনে নেওয়া যাক রাশির বিচারে কে কোন সুগন্ধ পছন্দ করেন:
মেষ: সাধারণত মেষ রাশির জাতকরা ফুলের গন্ধ পছন্দ করেন। সুগন্ধীর মধ্যে মিন্ট জাতীয় বা মাস্ক জাতীয় কিছু গন্ধ পছন্দ করেন এই রাশির জাতকরা। ফলে আপনার সঙ্গী যদি মেষ রাশির হয়, তা হলে তাঁকে কাছে পেতে হলে তার পছন্দ বুঝে এই গন্ধের সুগন্ধী লাগিয়ে যওয়াই ভাল।
বৃষ: মোহময়ী যে কোনও গন্ধে এই রাশির জাতকেরা সহজেই আকৃষ্ট হন। আপনার সঙ্গী যদি বৃষ রাশির জাতক হন, তা হলে তিনি অবশ্যই পছন্দ করবেন জুঁই, ল্যাভেন্ডার বা ভ্যানিলার গন্ধ। তাঁকে সম্মোহনের নিশানা করতে হলে, এই ধরনের সুগন্ধী লাগানো ভাল।
মিথুন: এই রাশির জাতক কিছু হাল্কা গন্ধের পারফিউম পছন্দ করেন। তাই তাঁদের আকর্ষণ করতে হলে, হাল্কা গন্ধের কিছু পারফিউমই একমাত্র হাতিয়ার।
কর্কট: এই রাশির জাতকরা এমনিতেই একটু রোম্যান্টিক স্বভাবের হয়ে থাকেন। গন্ধ তাঁদের যেন সম্মোহিত করে। একটু অভিজাত ধরনের গন্ধ হলে এঁরা বেশ মেতে ওঠেন।
সিংহ: ফলজাতীয় কিছুর গন্ধে বেশ আকৃষ্ট হন এই রাশির জাতকরা। কোকো জাতীয় কোনও পারফিউমের গন্ধ হলে সবচেয়ে বেশি আকর্ষিত হন সিংহ রাশির জাতকরা।
আরও পড়ুন: কী কারণে মিথুন রাশির বহু ভাগ জাতক অল্প বয়সে যৌন সম্পর্কে জড়িয়ে পড়েন
কন্যা: এই রাশির জাতকরা যে ধরনের গন্ধে একটা ছোঁয়া দিয়ে থাকে, তা অত্যন্ত পছন্দ করেন। কোনও উগ্র গন্ধ এঁরা এক্কেবারেই নিতে পারেন না। তাই কন্যা রাশির জাতকদের ঘনিষ্ঠ ভাবে পেতে চাই হাল্কা গন্ধের সুগন্ধী।
তুলা: সবার থেকে এই রাশির জাতকদের পছন্দ একটু আলাদা। এঁরা সম্মোহনে নিজেকে হারিয়ে ফেলতে পছন্দ করেন বলে, যে গন্ধ হাল্কা অথচ যৌন তীব্রতায় ঠাসা, সেই গন্ধ পছন্দ করেন এঁরা।
বৃশ্চিক: আপনার সঙ্গী যদি বৃশ্চিক রাশির জাতক হন, তা হলে তাঁকে চকোলেট, এক্সোটিক, জ্যাসমিন— এই ধরনের গন্ধের জাদুতে নিজের দিকে আকৃষ্ট করতে পারেন। এই ধরনের গন্ধ এঁরা পছন্দ করেন।
ধনু: যে গন্ধ রোমাঞ্চ জাগায়, তাতেই আকৃষ্ট হয়ে যান এঁরা। চেরি ব্লসম, হোয়াইট টি এই সব গন্ধে সম্মোহনের আকর্ষণে সহজেই ধরা দেন।
মকর: রাশির জাতকেরা সোঁদা গন্ধ থেকে গ্রিন টি-র মতো একটু পার্থিব গন্ধ বেশি পছন্দ করেন। সেই বুঝে এই রাশির জাতকদের আকৃষ্ট করতে, তাঁদের পছন্দ অনুযায়ী পারফিউম লাগানো ভাল হবে।
কুম্ভ: লোটাস বা সুইট ভ্যানিলা জাতীয় গন্ধে সহজেই ধরা দেন কুম্ভ রাশির জাতকরা। আপনার সঙ্গী যদি কুম্ভরাশির জাতক হন, তা হলে তাঁকে এই গন্ধের জাদুতে নিজের দিকে আকৃষ্ট করতে পারেন।
মীন: ফলের গন্ধের মতো যাবতীয় মিষ্টি গন্ধের পারফিউম এই রাশির জাতকদের বেশ পছন্দ। তাঁদের পছন্দের মধ্যে মদের মিষ্টি গন্ধও পড়ে। তাই সঙ্গী যদি মীন রাশির জাতক হন, তা হলে সামলে পারফিউম মাখুন।