দেখে নেওয়া যাক সেই জিনিসগুলো কী কী।
আমাদের দৈনন্দিন জীবনে চলার পথে এমন অনেক ঘটনা রয়েছে যা কোনও না কোনও বার্তার ইঙ্গিত দেয়। কিন্তু আমরা তা না জানার ফলে ঠিক বুঝে উঠতে পারি না। সেই ইঙ্গিতগুলো কখনও শুভ হয় আবার কখনও অশুভ হয়। যেমন এমন কিছু জিনিস রয়েছে যা হাত থেকে পড়ে যাওয়া অত্যন্ত খারাপ বলে মানা হয়।
তবে অবশ্যই এটা মনে রাখতে হবে যে, কোনও জিনিস যদি এক বার পড়ে যায় তাতে খুব একটা সমস্যা হয় না কারণ জিনিস তো হাত থেকে পড়তেই পারে। কিন্তু যদি বার বার পড়তে থাকে তা হলে সেটা অশুভ লক্ষণ বলে মনে করা হয়।
দেখে নেওয়া যাক সেই জিনিসগুলো কী কী—
গোলমরিচ
বাস্তুশাস্ত্রে মনে করা হয় গোলমরিচ সুস্বাস্থ্যের প্রতীক। গোলমরিচ যদি হাত থেকে পড়ে যায় তবে খুব শীঘ্র বাড়ির কোনও সদস্য অসুস্থ হতে পারেন।
দুধ বা দুগ্ধ জাতীয় কোনও জিনিস
দুধ বা দুগ্ধ জাতীয় কোনও জিনিস যদি হাত থেকে পড়ে যায় তবে পারিবারিক সমস্যা বা অশান্তির সঙ্কেত থাকে।
ঠাকুরের জিনিসপত্র
ঠাকুরের কোনও জিনিসপত্র পড়ে যাওয়া খুবই অশুভ লক্ষণ বলে মনে করা হয়।
খাদ্যশস্য
দানাশস্য বা খাবার হাত থেকে পড়ে যাওয়া খুব একটা ভাল লক্ষণ নয়। এতে মা লক্ষ্মী রুষ্ট হন এবং আর্থিক অবনতি আসতে পারে।
নুন
হাত থেকে বার বার নুনের পাত্র পড়ে যাওয়া মোটেই শুভ লক্ষণ নয়। এ রকম ঘটলে খুব সতর্ক থাকতে হবে।