Birth Chart

বার অনুযায়ী এই সব খাবার খান এবং গ্রহদের সন্তুষ্ট রাখুন

জন্মছকে বুধ নীচস্থ বা বুধের মহাদশা অশুভ ফল দেয়। এই জাতকরা প্রতি বুধবার দুগ্ধজাত খাদ্য গ্রহণ করুন। পায়েস বা দুধের তৈরি মিষ্টি খেতে পারেন।

Advertisement

 শ্রীমতী অপালা

শেষ আপডেট: ২১ মার্চ ২০২১ ০৭:২৯
Share:

যাঁদের জন্মছকে রবি নীচস্থ বা রবির মহাদশা চলছে, তাঁরা রবিবার চালের সঙ্গে সব সবজি দিয়ে খিচুড়ি আহার করুন।

রবি: যাঁদের জন্মছকে রবি নীচস্থ বা রবির মহাদশা চলছে, অথবা অন্য অশুভ গ্রহ দ্বারা দৃষ্ট, তাঁরা রবিবার চালের সঙ্গে সব সবজি দিয়ে খিচুড়ি আহার করুন।

Advertisement

মঙ্গল: যাঁদের মঙ্গল নীচস্থ বা মঙ্গলের মহাদশার প্রভাবে বিভিন্ন সমস্যার মধ্যে আছেন তাঁরা প্রতি মঙ্গলবার তেল ছাড়া খাবার গ্রহণ করুন এবং পুজোয় ভোগে লাড্ডু দিয়ে খান।

বুধ: জন্মছকে বুধ নীচস্থ বা বুধের মহাদশা অশুভ ফল দেয়। এই জাতকরা প্রতি বুধবার দুগ্ধজাত খাদ্য গ্রহণ করুন। পায়েস বা দুধের তৈরি মিষ্টি খেতে পারেন।

Advertisement

বৃহস্পতি: যাঁদের বৃহস্পতি নীচস্থ বা মহাদশা চলছে ফলে অন্য গ্রহ দ্বারা দৃষ্ট হয়ে অশুভ ফল দিচ্ছে তাঁরা প্রতি বৃহস্পতিবার দই জাতীয় খাবার খান। হলুদ মিষ্টি পুজোয় ভোগ দিয়ে খান।

শুক্র: যাঁদের জন্মছকে শুক্র নীচস্থ বা মহাদশার ফলে জীবনে প্রচুর বাধা আসছে, শারীরিক অসুস্থতা বেড়ে যাচ্ছে তাঁরা প্রতি শুক্রবার ঘি দেওয়া ভাত খান। ঘি দিয়ে ভাত বা কোনও ঘিয়ের তৈরি খাবার খেতে পারেন।

শনি: যাঁদের জন্মছকে শনি নীচস্থ বা শনির মহাদশায় অশুভ শনির কুপ্রভাবে সমস্যার মধ্যে রয়েছেন তাঁরা প্রতি শনিবার তিল দিয়ে তৈরি খাবার খান বা তিল দিয়ে তৈরি মিষ্টি গ্রহণ করুন। যাঁদের সাড়েসাতি চলছে তাঁরাও এই কাজ করতে পারেন। এ ছাড়া তিলের তেলের রান্না খান।

চন্দ্র: যাঁদের চন্দ্র নীচস্থ বা চন্দ্রের মহাদশা চলছে অথবা চন্দ্রের অশুভ প্রভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে, তাঁরা প্রতি সোমবার ঘিয়ের তৈরি আহার গ্রহণ করুন। যে কোনও সাদা মিষ্টি খাওয়া যেতে পারে।

কেতু: যাঁদের জন্মছকে কেতু নীচস্থ বা কেতুর মহাদশাকালে কেতু কুপিত থাকে, তাঁরা প্রতি শনিবার নিমপাতা, উচ্ছে এই জাতীয় তেতো স্বাদ যুক্ত খাবার গ্রহণ করুন।

রাহু: যদি রাহু নীচস্থ বা মহাদশার ফলে জীবনে অনেক সমস্যা আসছে তাঁরা অবশ্যই আম বা আমের তৈরি খাবার গ্রহণ করুন। আমসত্ত্ব বা আমের আচারও চলবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement