Astrological Tips

কর্মক্ষেত্রে অনেকের বদল আসতে পারে মার্চ মাসে, কয়েকটি রাশির ক্ষেত্রে সময়টা ভাল নয়

জ্যোতিষশাস্ত্র মতে মার্চ মাসে বিভিন্ন রাশির উপর গ্রহের ভিন্ন অবস্থান থাকবে। কোনও রাশির কর্মক্ষেত্রে শুভ ফল প্রাপ্ত হবে, আবার কোনও রাশির কর্মক্ষেত্র খারাপ যাবে।

Advertisement

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ০১ মার্চ ২০২৩ ১৯:৪৪
Share:

কর্মক্ষেত্রের দিক দিয়ে মার্চ মাস কোন রাশির জন্য একদমই শুভ নয়? প্রতীকী ছবি।

আগামী মার্চ মাসে বিভিন্ন রাশিতে ভিন্ন ভিন্ন গ্রহ অবস্থান করবে। যার ফল পড়বে ওই রাশিগুলির কর্মক্ষেত্রের উপর।

Advertisement

মার্চ মাসে গ্রহের অবস্থান মেষ রাশিতে অবস্থান করছে রাহু। বৃষ রাশিতে অবস্থান মঙ্গলের। এর পর রাহু আগামী ১৩ মার্চ মঙ্গল রাশি পরিবর্তন করে পরবর্তী মিথুন রাশিতে গমন করবে। তুলা রাশিতে অবস্থান করবে কেতু। কুম্ভ রাশিতে অবস্থান শনি, বুধ এবং রবির। রবি ১৫ মার্চ রাশি পরিবর্তন করে পরবর্তী রাশিতে গমন করবে। বুধ ১৬ এবং ৩১ মার্চ রাশি পরিবর্তন করবে। মীন রাশিতে অবস্থান বৃহস্পতি এবং শুক্রের। শুক্র ১২ মার্চ রাশি পরিবর্তন করে পরবর্তী রাশিতে গমন করবে।

মেষ রাশির কর্মক্ষেত্র অধিপতির নিজ ক্ষেত্রে শুভ অবস্থান, সহাবস্থান রবি এবং বুধের। মাসের প্রথম ভাগে কর্মক্ষেত্রে খুব শুভফল প্রাপ্তির সম্ভাবনা কম। পরবর্তী ভাগ শুভ।

Advertisement

বৃষ রাশির কর্মক্ষেত্র অধিপতির নিজ ক্ষেত্রে অবস্থান শুভ হলেও কর্মক্ষেত্রে মাসের প্রথম ভাগে শুভফল প্রাপ্তির সম্ভাবনা কম।

মিথুন রাশির কর্মক্ষেত্রে অধিপতির অবস্থান। সহাবস্থান শুক্রের, কর্মক্ষেত্রে খুবই শুভফল প্রাপ্তির সম্ভাবনা মাসের প্রথম ভাগে। দ্বিতীয় ভাগে রবির রাশি পরিবর্তনে ফলের পরিবর্তন ঘটবে।

কর্কট রাশির কর্মক্ষেত্রে অবস্থান রাহুর। কর্মক্ষেত্রে হঠাৎ পরিবর্তনের সম্ভাবনা কম। বিদেশ সংক্রান্ত বা বিদেশের সঙ্গে সম্পর্কিত কর্মের ক্ষেত্রে শুভ প্রাপ্ত হবে।

সিংহ রাশির কর্মক্ষেত্রে অবস্থান মঙ্গলের মাসের প্রথম ভাগের তুলনায় দ্বিতীয় ভাগ অধিক শুভ। প্রথম ভাগে কর্মক্ষেত্রে হঠকারিতা ও মাথা গরম এড়িয়ে চলুন।

কন্যা রাশির মাসের প্রথম ভাগে অধিক শুভ। তবে দ্বিতীয় ভাগে কর্মক্ষেত্রে মাথা গরম ও হঠকারিতা এড়িয়ে চলুন।

তুলা রাশির কর্মক্ষেত্রের সঙ্গে দৃষ্টি সম্পর্ক বৃহস্পতির। ফলে কর্মক্ষেত্রে শুভফল প্রাপ্তির সম্ভাবনা।

বৃশ্চিক রাশির কর্মক্ষেত্রের সঙ্গে দৃষ্টি সম্পর্ক রবি, বুধ এবং শনির। মাসের প্রথম ভাগে শুভফল প্রাপ্ত হলেও পরবর্তী ভাগে ফলের পরিবর্তন ঘটবে।

ধনু রাশির কর্মক্ষেত্রের সঙ্গে দৃষ্টি সম্পর্ক বৃহস্পতির। ফলে কর্মক্ষেত্রে শুভফল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে।

মকর রাশির কর্মক্ষেত্রে অবস্থান করবে কেতু। মাসের প্রথম ভাগের তুলনায় দ্বিতীয় ভাগঅধিক শুভ।

কুম্ভ রাশির কর্মক্ষেত্রে শুভফল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। মাসের প্রথম ভাগ অধিক শুভ হবে।

মীন রাশির কর্মক্ষেত্র অধিপতির নিজক্ষেত্রে শুভ অবস্থান হলেও মাসের প্রথম ভাগ অধিক শুভ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement