ম্যাচের শেষে বিজয়ী প্রেস ক্লাব একাদশের হাতে ট্রফি তুলে দিচ্ছেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা। —নিজস্ব চিত্র।
রবিবারের দুপুরে আয়োজন করা হয়েছিল এক বিশেষ ক্রিকেট ম্যাচ। মুখোমুখি হয়েছিল কলকাতা পুলিশ কমিশনার একাদশ ও কলকাতা প্রেস ক্লাব একাদশ। হাড্ডাহাড্ডি সেই ম্যাচ ১০ রানে জিতল কলকাতা প্রেস ক্লাব। পুলিশদের হারালেন সাংবাদিকেরা।
আলিপুর বডিগার্ড লাইন্সের মাঠে আয়োজিত হয়েছিল এই খেলা। প্রতিটি ইনিংসে ছিল ১৫ ওভার। প্রথমে ব্যাট করে ১৫ ওভারে ১২৮ রান করে প্রেস ক্লাব। সাংবাদিকদের হয়ে নজর কাড়েন আনন্দবাজার ডট কম-এর দেবপ্রিয় দত্ত মজুমদার। সাত বলে ৩১ রান করেন তিনি। ভাল খেলেন রাকেশ দুবে। প্রেস ক্লাবের দলের অধিনায়ক ছিলেন কিংশুক প্রামাণিক। সহ-অধিনায়ক ছিলেন আনন্দবাজার ডট কম-এর সম্পাদক অনিন্দ্য জানা।
অল্প রান করলেও পুলিশের ইনিংসকে আটকায় সাংবাদিকদের দুর্দান্ত ফিল্ডিং। ব্যাটের পাশাপাশি বল হাতেও নায়ক দেবপ্রিয়। দু’টি উইকেট নেন তিনি। ফিল্ডিংয়েও নজর কেড়েছেন দেবপ্রিয়। একটি ক্যাচ ধরেন তিনি। একটি রান আউটও করেন। শেষ ওভারে পুলিশের জিততে দরকার ছিল ২৩ রান। হাতে ছিল এক উইকেট। প্রথম দু’বলে দু’টি ছক্কা হয়। তৃতীয় বল ব্যাটের কানায় লেগে অনেকটা উঁচুতে ওঠে। ফাইন লেগে ভাল ক্যাচ ধরেন কমলাক্ষ ভট্টাচার্য। তিন বল বাকি থাকতে ১০ রানে ম্যাচ জেতে প্রেস ক্লাব। ম্যাচের সেরা হয়েছেন দেবপ্রিয়। সেরা ফিল্ডারের পুরস্কার পেয়েছেন সুরজিৎ প্রামাণিক।
এই প্রথম বার এই ধরনের কোনও প্রতিযোগিতা আয়োজিত হল। সাংবাদিকদের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা। ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার দেবেন্দ্র প্রকাশ সিংহ, ডিসি (দক্ষিণপূর্ব) ভোলানাথ পাণ্ডে। ম্যাচ শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন কমিশনার। তিনি প্রস্তাব দিয়েছেন, এ বার থেকে যাতে প্রতি বছর এই ম্যাচের আয়োজন করা যায়।
প্রেস ক্লাব দল— স্নেহাশিস শূর (কোচ), কিংশুক প্রামাণিক (অধিনায়ক), অনিন্দ্য জানা (সহ-অধিনায়ক), বিশ্ব মজুমদার, নিতাই মালাকার, রাকেশ দুবে, যশবন্ত বিশ্বাস, তাপস সেনগুপ্ত, বিক্রম দাস, দেবপ্রিয় দত্ত মজুমদার, অনির্বাণ বিশ্বাস, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, তুষার পাটোয়ারি, কমলাক্ষ ভট্টাচার্য, সুরজিৎ প্রামাণিক, চন্দন বিশ্বাস, অর্কদীপ্ত মুখোপাধ্যায়।
কলকাতা পুলিশ কমিশনার দল— মনোজ বর্মা, দেবেন্দ্র প্রকাশ সিংহ, মিরাজ খালিদ, নীলাঞ্জন বিশ্বাস, অজয় প্রসাদ, শুভঙ্কর ভট্টাচার্য, অভিষেক মোদী, ভোলানাথ পাণ্ডে, শ্রীকান্ত, সৌম্য রায়, অমিত সাউ, রূপেশ কুমার, হরিকৃষ্ণ পাই, সলোমন নিশা কুমার।