ভাইফোঁটা বাঙালিদের অত্যন্ত জনপ্রিয় একটি অনুষ্ঠান। ছবি: সংগৃহীত
২৭ অক্টোবর ২০২২ বৃহস্পতিবার ভাইফোঁটা। ভাইফোঁটা বাঙালিদের অত্যন্ত জনপ্রিয় একটি অনুষ্ঠান। ভাইফোঁটার দিন বোনেরা তাঁর ভাইয়ের মঙ্গল কামনা করে তাঁদের কপালে ফোঁটা দেয়। ভাইফোঁটার দিন বিশেষ কিছু নিয়মবিধি থাকে, তা পালন করে বোনেরা ভাইয়ের কপালে ফোঁটা দেয়। জ্যোতিষশাস্ত্র মতে, এই দিনের কিছু নিয়মের কথা বলা আছে যা সঠিক নিয়ম অনুসারে পালন করতে পারলে ভাইয়ের সৌভাগ্য বৃদ্ধি ঘটে।
দেখে নেব নিয়মগুলো কী কী—
১) এই দিন অবশ্যই ভাইদের পূর্ব দিকে মুখ করে বসিয়ে তার পর ফোঁটা দিতে হবে।
২) ভাইয়ের কপালে যে চন্দন ব্যবহার করা হবে, সেই চন্দন অবশ্যই গঙ্গাজল দিয়ে তৈরি করুন। গঙ্গাজল যদি সম্ভব না হয়, তা হলে গোলাপ জল ব্যবহার করতে পারেন।
৩) এই দিন ভাইয়ের কপালে কেশর চন্দন একত্রে মিশিয়ে ফোঁটা দিন।
৪) ফোঁটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে, ভাই যেন সুতির কাপড়ের আসনে বসে।
৫) ফোঁটা দেওয়ার জন্য চন্দন, দই, শিশিরের জল এবং কালি অবশ্যই ব্যবহার করুন।
৬) ভাইকে ফোঁটা দেওয়ার আগে প্রদীপের আরতি করতে হবে, তার পর ফোঁটা দিতে হবে।
৭) ভাইফোঁটার দিন কাঁসা-পিতলের বাসন ব্যবহার করা শুভ বলে মানা হয়। স্টিল বা কাচের বাসন ব্যবহার করতে নেই।
৮) ভাইফোঁটা দেওয়ার আগে বোনেরা অবশ্যই তাঁদের নিজের নিজের ইষ্টদেবতার কাছে ভাইয়ের মঙ্গলকামনা জানিয়ে পুজো করে তার পর ফোঁটা দিন।
৯) এই দিন ভাইকে তাঁর পছন্দের মিষ্টি বা খাবার পরিবেশন করতে হয় এবং ভাই-বোনের একে অপরকে উপহার দিতে হয়।