অক্টোবর মাসে আয়ক্ষেত্র শুভ কোন রাশির?
মেষ রাশির আয়ক্ষেত্র অধিপতির নিজ ক্ষেত্রে অবস্থান আয়ের ক্ষেত্রে শুভফল দান করবে।
বৃষ রাশির আয়ক্ষেত্র অধিপতির নিজক্ষেত্রে অবস্থান। দৃষ্টি সম্পর্ক, শনি, রবি, বুধ এবং শুক্রের সহিত। আয়ের ক্ষেত্র শুভ হলেও মাসের প্রথম অর্ধে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হওয়ার আশঙ্কা। পরবর্তী অর্থাৎ, দ্বিতীয় অর্ধ শুভ।
মিথুন রাশির আয়ের ক্ষেত্রে অবস্থান রাহুর। আয়ের ক্ষেত্র মধ্যম। মানসিক চাপ বিভ্রান্তিমূলক চিন্তা সমস্যা সৃষ্টি করবে।
কর্কট রাশির আয়ের ক্ষেত্রে অবস্থান মঙ্গলের। মাসের প্রথম অর্ধ আয়ের ক্ষেত্রে শুভ বলা যায় না। মাসের দ্বিতীয় অর্ধ শুভ।
সিংহ রাশির আয়ের ক্ষেত্রে মাসের দ্বিতীয় অর্ধের তুলনায় মাসের প্রথম অর্ধ শুভ। দ্বিতীয় অর্ধে খুব শুভফল প্রাপ্তির সম্ভাবনা কম।
কন্যা রাশির আয় ক্ষেত্রের সহিত দৃষ্টি সম্পর্ক বৃহস্পতি এবং শনির। বৃহস্পতির সহিত দৃষ্টি সম্পর্কের কারণে আয় হলেও বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির আশঙ্কা।
তুলা রাশির আয় ক্ষেত্রের সহিত দৃষ্টি সম্পর্ক রাহুর। ক্ষেত্রপতির অবস্থান অনুযায়ী মাসের দ্বিতীয় অর্ধের তুলনায় প্রথম অর্ধ আয়ের ক্ষেত্রে তুলনামূলক শুভ।
বৃশ্চিক রাশির আয়ের ক্ষেত্রে শুভফল প্রাপ্তির সম্ভাবনা। মাসের দ্বিতীয় অর্ধে অধিক শুভ।
ধনু রাশির আয়ের ক্ষেত্রে অবস্থান কেতুর দৃষ্টি সম্পর্ক শনির সহিত। আয়ের ক্ষেত্রে খুব শুভফল প্রাপ্তির সম্ভাবনা কম।
মকর রাশির আয়ের ক্ষেত্রের সহিত দৃষ্টি সম্পর্ক বৃহস্পতি এবং মঙ্গলের। আয়ের ক্ষেত্রে শুভফল প্রাপ্তির সম্ভাবনা।
কুম্ভ রাশির আয় ক্ষেত্র অধিপতির নিজক্ষেত্রে শুভ অবস্থান আয়ের ক্ষেত্রে শুভফল দান করবে।
মীন রাশির আয়ক্ষেত্রে অবস্থান ক্ষেত্র অধিপতির নিজ ক্ষেত্রে অবস্থান শুভফল দান করবে।