Astrological Tips

সেপ্টেম্বর মাসে কোন রাশি কেমন আয় করবে? কাদের আয় কম হবে?

সেপ্টেম্বর মাস কার কেমন যাবে? কোন রাশির জাতকের বেশি আয় করার সম্ভাবনা?

Advertisement

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৩ ২০:৫৮
Share:

—প্রতীকী ছবি।

মেষ রাশির আয়ক্ষেত্র অধিপতির নিজ ক্ষেত্রে শুভ অবস্থান হলেও দৃষ্টি সম্পর্ক রবি এবং বুধের সহিত। মাসের প্রথম অর্ধে আয়ের ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতার সৃষ্টি হলেও দ্বিতীয় অর্ধ শুভফল প্রাপ্তির সম্ভাবনা।

Advertisement

বৃষ রাশির আয়ক্ষেত্র অধিপতির রাহুর সহিত সহাবস্থান। আয়ক্ষেত্রের উভয় পার্শ্বে অশুভ গ্রহের অবস্থান। মঙ্গলের সহিত দৃষ্টি সম্পর্ক। আয়ের ক্ষেত্রে খুব শুভফল প্রাপ্তির সম্ভাবনা কম।

—প্রতীকী ছবি।

মিথুন রাশির আয় ক্ষেত্রে অবস্থান বৃহস্পতি এবং রাহুর। ক্ষেত্রের সহিত দৃষ্টি সম্পর্ক শনি এবং ক্ষেত্র অধিপতি মঙ্গলের। আয়ের ক্ষেত্রে শুভফল প্রাপ্তির সম্ভাবনা।

Advertisement

কর্কট রাশির আয়ের ক্ষেত্রে শুভফল প্রাপ্তির সম্ভাবনা।

সিংহ রাশির আয়ের ক্ষেত্রে মাসের প্রথম দশ দিন শুভফল প্রাপ্ত না হলেও পরবর্তী সময়ে শুভফল প্রাপ্তির সম্ভাবনা।

কন্যা রাশির আয়ের ক্ষেত্রে শুক্রের অবস্থান আয়ের ক্ষেত্রে শুভফল দান করবে।

তুলা রাশির আয়ের ক্ষেত্র অধিপতির নিজক্ষেত্রে অবস্থান। দৃষ্টি সম্পর্ক রাহু, বৃহস্পতি এবং শনির সহিত। তুলা রাশির আয়ের ক্ষেত্র শুভফল প্রাপ্তির সম্ভাবনা।

বৃশ্চিক রাশির আয়ের ক্ষেত্রে অবস্থান মঙ্গলের। ক্ষেত্র অধিপতির় অবস্থান দ্বাদশে । বৃশ্চিক রাশির আয়ের ক্ষেত্রে খুব শুভফল প্রাপ্তির সম্ভাবনা কম।

ধনু রাশির আয়ের ক্ষেত্রে অবস্থান কেতুর। দৃষ্টি সম্পর্ক বৃহস্পতির সহিত। আয়ের ক্ষেত্রে শুভফল প্রাপ্তির সম্ভাবনা।

মকর রাশির আয় ক্ষেত্র অধিপতির সহিত দৃষ্টি সম্পর্ক শনির। আয়ের ক্ষেত্রে মধ্যম ফল প্রাপ্তির সম্ভাবনা।

কুম্ভ রাশির আয়ক্ষেত্রের সহিত দৃষ্টি সম্পর্ক ক্ষেত্র অধিপতির। আয়ের ক্ষেত্রে শুভফল প্রাপ্তির সম্ভাবনা।

মীন রাশির আয়ক্ষেত্রের সহিত দৃষ্টি সম্পর্ক শুক্রের। আয়ক্ষেত্র অধিপতির নিজ ক্ষেত্রে শুভ অবস্থান আয়ের ক্ষেত্রে শুভফল প্রাপ্তির সম্ভাবনা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement