রথের দিন কোন কাজ করতে হবে? ছবি: সংগৃহীত
আগামী ২০ জুন, মঙ্গলবার রথযাত্রা পালিত হবে। রথযাত্রার দিনটা অত্যন্ত পবিত্র একটা দিন বলেই শাস্ত্রে উল্লেখ করা রয়েছে। এই দিন বাড়িতে যত প্রকার মাঙ্গলিক কাজ রয়েছে, তা করতে পারলে গৃহে সুখ-শান্তি বজায় থাকে। এ দিনটি জগন্নাথ দেবের উদ্দেশ্যে উৎসর্গ করতে পারলে খুব শুভ ফল লাভ করা যায়। জ্যোতিষশাস্ত্র মতে এই দিন বাড়িতে কিছু টোটকা যদি করা যায়, তা হলে খুব ভাল উপকার পাওয়া যায়।
টোটকা
১) রথযাত্রার দিন রথের দর্শন করা অত্যন্ত শুভ বলে মানা হয়। এই দিন রথের রশি অর্থাৎ, রথের দড়ি ধরে টানা খুব শুভ লক্ষণ।
২) রথের দিনে জগন্নাথদেব এবং শ্রীবিষ্ণুর উদ্দেশ্যে উপবাস রাখা খুব শুভ।
৩) রথযাত্রার দিন যদি কেউ নিজের শ্রম এবং অর্থ জগন্নাথ দেবকে অর্পণ করেন, তা হলে খুব পূণ্যলাভ করা যায়।
৪) রথের দিন একটা নতুন তামার বা পেতলের বাটিতে কিছুটা আতপ চাল, এক টুকরো হলুদ, একটা এক টাকার কয়েন এবং একটা কড়ি জগ্ননাথ দেবের সামনে রেখে দিতে হবে, তার পর উল্টো রথের শেষ লগ্নে সেই বাটি-সহ সব সামগ্রী কোনও মন্দিরে দান করে দিতে হবে।
৫) রথের দিন জগন্নাথ দেবের গলায় ১০৮টি তুলসী পাতার মালা পরান। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যে, তুলসী পাতা ছেদ করে মালা গাঁথা যাবে না, সুতো দিয়ে বেঁধে মালা তৈরি করতে হবে।
৬) রথযাত্রার দিন বাড়িতে গাছ বসানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
৭) এই দিন একটা হলুদ কাপড়ে ১১ রকমের ফল, ১১ রকমের মিষ্টি এবং ১১টা এক টাকার কয়েন বেঁধে জগন্নাথ দেবের উদ্দেশ্যে অর্পণ করুন।
8) রথের দিন জগন্নাথ দেবকে ১০৮টা গোলাপ অর্পণ করুন, যদি ১০৮টি সম্ভব না হয়, তবে ১১টা বা ২১টা গোলাপ অর্পণ করতে পারেন।
৯) দান করার কোনও দিন বা তিথি হয় না, মনে করা হয় রথযাত্রার দিন কিছু দান করা অত্যন্ত শুভ।