—প্রতীকী ছবি।
নতুন বছর ২০২৫-এ ধীর গতির চার গ্রহ রাশি পরিবর্তন করে অন্য রাশিতে যাবে। এর ফলে সমস্ত রাশির জাতক-জাতিকারাই জীবনে নানা পরিবর্তনের সম্মুখীন হবেন। কারও জীবনে ভাল পরিবর্তন দেখে গেলেও, কেউ কেউ এই বদলের ফলে অখুশি হতে পারেন। সমস্ত বিষয়েই ফলের পরিবর্তন ঘটবে। আয়ের ক্ষেত্রে নতুন বছরে ১২টি রাশিই আগের তুলনায় ভিন্ন ফল পাবেন। আয়ক্ষেত্রে কোন রাশি কেমন ফল পাবেন সেটি এই প্রতিবেদন থেকে জেনে নিন।
মেষ রাশি: ২০২৫-এর মার্চ মাস পর্যন্ত মেষ রাশির ব্যক্তিদের আয়ক্ষেত্রে তেমন কোনও পরিবর্তন হবে না। এপ্রিল এবং মে মাসের প্রথম দুই সপ্তাহ খুবই ভাল কাটবে। লাভের সম্ভাবনাও রয়েছে। মে মাসের তৃতীয় সপ্তাহ থেকে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত মিশ্র ফল পাবেন। অক্টোবরের তৃতীয় সপ্তাহ থেকে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত আয়ের ব্যাপারে নানা জটিলতার আশঙ্কা দেখা যাচ্ছে। পরবর্তী সময় মিশ্র।
বৃষ রাশি: বৃষ রাশির জাতক-জাতিকার মার্চ মাস পর্যন্ত মিশ্র ফল প্রাপ্ত হলেও এপ্রিল থেকে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত আয়ের ক্ষেত্রে বিভিন্ন সমস্যার আশঙ্কা রয়েছে। অক্টোবরের শেষ দুই সপ্তাহ এবং নভেম্বর শুভ কাটবে। ডিসেম্বর মাসে মিশ্র ফল পাবেন।
মিথুন রাশি: নতুন বছরের জানুয়ারি মাস মিথুন রাশির জাতক-জাতিকার আয়ের ব্যাপারে শুভ। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে মে মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত মিশ্র ফল প্রাপ্তি হবে। পরবর্তী সময় শুভ বলা যায়।
কর্কট রাশি: কর্কট রাশির আয়ের ক্ষেত্র মে মাস পর্যন্ত শুভ। পরবর্তী সময় মিশ্র ফল প্রাপ্ত হবে। কিন্তু ২০২৫ সালে আয়ের ক্ষেত্রে এই রাশির ব্যক্তিদের কিছু প্রতিবন্ধকতার সম্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে।
সিংহ রাশি: নতুন বছরে আয়ের ক্ষেত্রে মে মাস পর্যন্ত মিশ্র ফল প্রাপ্তি হবে। পরবর্তী সময় আয়ের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্ত হবে।
কন্যা রাশি: কন্যা রাশির জাতক-জাতিকাদের আয়ের ক্ষেত্রে মে মাস পর্যন্ত বিভিন্ন প্রতিবন্ধকতা থাকলেও জুন মাসে আয়ের ক্ষেত্রে অবস্থার পরিবর্তন ঘটবে। অক্টোবরের দ্বিতীয় সপ্তাহের পর থেকে পরবর্তী সময় শুভ।
তুলা রাশি: নতুন বছরে মার্চ মাস পর্যন্ত আয়ের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা দেখা যাবে। এপ্রিল এবং মে মাস তুলা রাশির ভাল কাটবে। পরবর্তী সময় পুনরায় কিছু সমস্যা সৃষ্টির আশঙ্কা দেখা যাচ্ছে।
বৃশ্চিক রাশি: বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের আয়ের ক্ষেত্রে মে মাস পর্যন্ত শুভ থাকবে। কিন্তু পরবর্তী সময় মিশ্র ফল পাবেন, বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হবে।
ধনু রাশি: ২০২৫-এ ধনু রাশির আয়ক্ষেত্র মে মাস পর্যন্ত মিশ্র হলেও, পরবর্তী সময়, অর্থাৎ জুন থেকে ডিসেম্বর পর্যন্ত শুভ ফল প্রাপ্ত হবে।
মকর রাশি: মকর রাশির আয়ক্ষেত্র মে মাস পর্যন্ত শুভ। জুন মাসে আয়ক্ষেত্রে পরিবর্তন আসবে। অক্টোবর এবং নভেম্বর মাস শুভ। ডিসেম্বর মাসে মিশ্র ফল পাবেন, কিছু সমস্যা সৃষ্টির আশঙ্কা দেখা যাচ্ছে।
কুম্ভ রাশি: ২০২৫-এ কুম্ভ রাশির আয়ক্ষেত্র মার্চ মাস পর্যন্ত শুভ। এপ্রিল এবং মে মাসে কিছু সমস্যা সৃষ্টি হলেও পরবর্তী সময়ে আবার শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।
মীন রাশি: নতুন বছরে মে মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত মীন রাশির আয়ের ক্ষেত্র খুবই শুভ। পরবর্তী সময়ে ফলের পরিবর্তন ঘটবে।
জন্মপঞ্জিকায় গ্রহের অবস্থান এবং দশা-অন্তর্দশা অনুযায়ী ফলের পরিবর্তন হতে পারে।