Dough Kneading Tips

আটা মাখার সময় সপ্তাহের কোন দিন কী জিনিস মেশালে ভাগ্য খুলবে? জ্যোতিষীর থেকে জেনে নিন

আটা মাখার সময় যদি সপ্তাহের বার অনুযায়ী কিছু জিনিস আটায় মেশানো যায়, তা হলে ভাগ্য খুলবে এবং বাস্তুদোষ থেকেও মুক্তি পাওয়া যাবে।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৪ ১০:৪৫
Share:

—প্রতীকী ছবি।

রান্নাঘরে কোনও প্রকার ভুলত্রুটি আমাদের জীবনে নানা সঙ্কট নিয়ে আসতে পারে। এর ফলে জীবনে শুরু হতে পারে নানা সমস্যা। শুধু যে জীবনে সমস্যা সৃষ্টি হবে তা-ই নয়, সৃষ্টি হতে পারে বাস্তুদোষও। আর এই কথাটা আমরা প্রায় সবাই জানি যে, বাড়িতে বাস্তুদোষ থাকলে আমাদের নানা সমস্যার মুখে পড়তে হয়। তবে অনেকেই হয়তো জানেন না, ঠিক কোন কোন কাজগুলি করার ফলে আমাদের জীবনে সঙ্কট নেমে আসে। তাই এই প্রকার ভুলত্রুটি শোধরানোর জন্য রান্নাঘরে এমন কিছু কাজ রয়েছে যেগুলি করলে, আমরা অনেকাংশে সমস্যার হাত থেকে বাঁচতে পারি।

Advertisement

যেমন, আটা মাখার সময় যদি সপ্তাহের বার অনুযায়ী কিছু জিনিস মিশিয়ে মাখা যায়, তা হলে ভাগ্য খুলবে এবং বাস্তুদোষ থেকেও মুক্তি পাওয়া যাবে। কারণ প্রতিটা দিন এক একটা গ্রহের সঙ্গে যুক্ত থাকে।

সোমবার– সোমবার সামান্য দুধ মিশিয়ে আটা মাখলে ভাগ্যের উন্নতিসাধন হয়।

Advertisement

মঙ্গলবার– সামান্য লাল লঙ্কাগুঁড়ো বা লাল লঙ্কা মিশিয়ে মঙ্গলবার আটা মাখলে শারীরিক এবং মানসিক শক্তি বৃদ্ধি পায়।

বুধবার– বুধবার যে কোনও সবুজ জিনিস মিশিয়ে আটা মাখলে নিজের বিচারবুদ্ধি প্রবল হবে এবং অন্যান্যদের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে।

বৃহস্পতিবার– অর্থ ভাগ্য ভাল রাখতে বৃহস্পতিবার আটা মাখার সময় বেসন, কেশর বা হলুদের গুঁড়ো মিশিয়ে মাখুন।

শুক্রবার– শুক্রবার আটার সঙ্গে সামান্য ঘি মিশিয়ে আটা মাখলে সৌভাগ্য বৃদ্ধি পায়।

শনিবার– যে কোনও সমস্যার হাত থেকে দ্রুত মুক্তি পেতে শনিবার কয়েক ফোঁটা সর্ষের তেল মিশিয়ে আটা মাখুন।

রবিবার– রবিবার সামান্য গুড় মিশিয়ে আটা মাখলে যে কোনও কাজের দ্রুত ফল পাওয়া যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement