Mosquito

Mosquito Bites: বেছে বেছে কি মশা আপনাকেই বেশি কামড়ায়? কেন এমনটা হয়?

পাশের মানুষটি দিব্যি বসে আছেন! তবু আপনাকেই ছেঁকে ধরছে মশার দল। কী কী কারণে এমন হয়?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০১ জুন ২০২২ ১৪:৩৪
Share:

যাঁদের রক্তের গ্রুপ ‘ও’, তাঁদের মশা ‘এ’ ও ‘বি’ রক্তের গ্রুপের চেয়ে একটু বেশিই পছন্দ করে। ছবি: শাটারস্টক

কেন? আমাকেই কেন এত মশা কামড়ায়? এই প্রশ্ন আপনার মনে কি প্রায়ই ঘুরপাক খায়? কিন্তু কোনও উত্তরই পাননি। আবার আপনার পাশেই বসে থাকা মানুষটিকে মশা কামড়ানো তো দূরে থাক, তাঁর ধার-কাছেও যাচ্ছে না। কেন এমন হয়! মশারা আপনার জীবন কেন অতিষ্ট করে তুলেছে জানতে চান? জেনে নিন কী কী কারণে মশারা কোনও কোনও মানুষকে বেশি কামড়ায়।

Advertisement

১) বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে, মশারা কিছু লোককে সত্যিই বেশি ‘ভালবাসে’! আসলে তাদের দেহে এমন ধরনের কিছু রাসায়নিক নির্গত হয়, যেমন ধরা যাক ল্যাক্টিক অ্যাসিড, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া সেগুলি মশাদের বেশি করে আকৃষ্ট করে।

২) আবার ধরা যাক যাঁদের রক্তের গ্রুপ ‘ও’, তাঁদের মশা ‘এ’ ও ‘বি’ রক্তের গ্রুপের চেয়ে একটু বেশিই পছন্দ করে।

Advertisement

প্রতীকী ছবি

৩) এই যে মশার কামড় বেশি খাওয়া, এর সঙ্গে জড়িয়ে রয়েছে মানুষের জিনও।

৪) কার্বন ডাই-অক্সাইডকে ধরেই মশারা তাঁদের কামড়ানোর উপযুক্ত লোক খোঁজে। যাঁদের শরীর থেকে বেশি মাত্রায় এই গ্যাস নির্গত হয়, তাঁদেরই কিন্তু মশারা বেশি হামলা করে।

৫) অন্তঃসত্ত্বা মহিলা বা বেশি মেদযুক্ত মানুষের শরীরের বিপাক হার বেশি হওয়ায় মশা তাদের প্রতি বেশি আকৃষ্ট হয়।

৬) গাঢ় রঙের জামা পরলেও মশা বেশিই ধেয়ে আসে। এটা অবশ্য আমরা অনেকেই জানি।

৭) আপনি কি বিয়ার খান? তা হলে মশাও আপনাকে বেশি খাবে। সমীক্ষায় দেখা গিয়েছে, বিয়ার খাওয়ার পর আমাদের ঘাম থেকে ইথানলের গন্ধ বেরোয়। তাতেও বেশি আকৃষ্ট হয় মশারা।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement