Mosquito

Mosquito Bite Tips: শিশুদের মশা কামড়ালে কী করবেন, কী করবেন না?

শিশুদের ত্বক স্পর্শকাতর। মশা কামড়ালে তাই বাড়তি সতর্কতা অবলম্বন করা জরুরি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৭ জুলাই ২০২২ ১৪:১০
Share:

বর্ষায় বাড়ছে মশার উপদ্রব

শিশুদের ত্বক কোমলতর। কাজেই বড়দের ক্ষেত্রে মশার কামড়ে যা যা লাগানো যায়, শিশুদের ত্বকের ক্ষেত্রে সেই সব উপাদান প্রযোজ্য না-ও হতে পারে। তা ছাড়া, শিশুদের সহ্যশক্তি কম। তাই মশার কামড়ে যত দ্রুত আরাম মেলে, ততই ভাল।

Advertisement

মশা কামড়ালে কী কী করা যেতে পারে?

১। ঘরোয়া টোটকা হিসাবে সমপরিমাণ খাবার সোডা ও জল মিশিয়ে একটি পেস্ট তৈরি করে নিতে পারেন। সেই পেস্ট লাগিয়ে দিতে পারেন ক্ষতের উপর।

Advertisement

২। চুলকানি বেশি হলে বরফের টুকরো লাগাতে পারেন।

৩। বাড়িতে অ্যালো ভেরা গাছ থাকলে, তার শাঁসও লাগাতে পারেন। এতেও কমবে জ্বলুনি।

কী করবেন না?

বিশেষজ্ঞরা বলছেন, অধিকাংশ ক্যালামাইন ও প্র্যামকসিনসমৃদ্ধ মলমই মশার কামড় থেকে তৈরি হওয়া ব্যথা ও চুলকানি কমাতে সাহায্য করতে পারে। তবে যে সব মলমে অ্যানাস্থেটিক ও অ্যান্টিহিস্টামিন জাতীয় উপাদান থাকে, তা ব্যবহার করার আগে চিকিৎসকের পরামর্শ নিয়ে নেওয়াই বাঞ্ছনীয়। কারণ এই ধরনের মলম স্পর্শকাতর ত্বকের ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement