Sleep Tips

Night Routine for sleep: রাতে বার বার ঘুম ভেঙে যাচ্ছে কেন? ঘুমের আগে নজর দেবেন কোন দিকে

ঘুমের ঠিক আগে আমরা কী কী করছি, তার উপর নির্ভর করে সারা রাতের ঘুম কেমন হবে। কিছু নিত্য ভুলের জন্য ঘুমের ব্যাঘাৎ ঘটে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ৩১ মার্চ ২০২২ ১৯:১৮
Share:

রাতের কিছু নিত্য অভ্যাস একটু বদলে ফেলতে পারলেই ঘুমের সমস্যা অনেকটা কমতে পারে। প্রতীকী ছবি।

কিছুতেই ভাল ঘুম হয় না, বারে বারে ভেঙে যায়, এক বার ঘুম ভাঙলে ফের ঘুম আসতে দেরি হয়, এ সব নানা অভিযোগ করেই থাকেন অনেকেই। বয়স নির্বিশেষে ঘুমের সমস্যা যেন বেড়েই চলেছে। তবে জানেন কি, ঘুমের ঠিক আগে আমরা অনেকেই এমন কিছু ভুল করে ফেলি, যার জন্যে ঘুমের দফারফা হয়ে যায়।

Advertisement

কী করলে ঘুম ভাল হবে এই চিন্তা করেন অনেকে। কিন্তু রাতের কিছু নিত্য অভ্যাস একটু বদলে ফেলতে পারলেই ঘুমের সমস্যা অনেকটা কমতে পারে।

জানেন কি, ঘুমের ঠিক আগে আমরা অনেকেই এমন কিছু ভুল করে ফেলি, যার জন্যে ঘুমের দফারফা হয়ে যায়।

কী করবেন, কী করবেন না জেনে নিন।

Advertisement

১। রাতের খাওয়া শেষ করুন অন্তত ঘুমের ২ ঘণ্টা আগে। ভরপেট খেয়েই ঘুমিয়ে পড়লে শরীরের বিপাক হারে প্রভাব পড়ে এবং ঘুমেও অসুবিধা হয়। তার চেয়ে বরং খাওয়ার পর একটু হাঁটাহাটি করুন বা বাড়ির কাজ করুন।

২। ঘুমের আগে বৈদ্যুতিন যন্ত্র ব্যবহার করবেন না। বিশেষ করে টিভি দেখা বা ফোনের ব্যবহার একদম বন্ধ করে দিন। তার বদলে একটু হালকা যোগাসন করতে পারেন। শ্বাসের ব্যায়াম বা ধ্যান করতে পারেন। কিংবা পছন্দের বইও পড়ার অভ্যাস করুন ঘুমের আগে।

৩। ঘুমের আগে নিজের যত্ন করুন। রূপচর্চা করতে পারেন বা গরম জলে পা ডুবিয়ে ক্লান্তি দূর করতে পারেন।

৪। অনেক সময়ে ঘুমের আগেই বন্ধুবান্ধব বা আত্মীয়র সঙ্গে ফোনে গল্প করে আমরা সারা দিনের সব ধকলের কথা বলে থাকি। হতাশা-রাগ-দুঃখ প্রকাশ করার সময় হয় এই দিনের শেষেই। কিন্তু ঘুমের আগে এত নেতিবাচক চিন্তা মনে ভিড় করতে দেবেন না। মন ভারাক্রান্ত হলে ঘুমের উপর প্রভাব পড়বেই।

৫। আরামদায়ক পোশাক পরে ঘুমতে যান। চুল যে ভাবে বাঁধলে বা খুলে রাখলে আপনার শুতে অসুবিধা হবে না, তাই অভ্যাস করুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement