প্রস্টেট ক্যানসারের ঝুঁকি কাদের বেশি ছবি: সংগৃহীত
প্রস্টেট ক্যানসার পুরুষদের প্রধান ক্যানসারগুলির মধ্যে অন্যতম। এই ক্যানসারের কারণ নিয়ে এখনও নিশ্চিত নন বিশেষজ্ঞরা। বয়স, রোগের পারিবারিক ইতিহাসের মতো বিষয়গুলি এই ক্যানসারের আশঙ্কা বাড়ায় বলে ধারণা বিশেষজ্ঞদের। এ বার সেই তালিকায় যুক্ত হল স্থূলতাও। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি সাম্প্রতিকতম গবেষণা বলছে, অতিরিক্ত মেদ অনেকটাই বাড়িয়ে দিতে পারে এই রোগে মৃত্যুর আশঙ্কা।
প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত
গবেষণাটিতে বিজ্ঞানীরা প্রায় ২৫ লক্ষ মানুষকে পরীক্ষা করেছেন। এটিই প্রস্টেট ক্যানসারের উপর হওয়া এখনও পর্যন্ত সবচেয়ে বড় মাপের পরীক্ষা। গবেষকরা বলছেন, সময় মতো চিকিৎসা করলে অধিকাংশ প্রস্টেট ক্যানসারই নিয়ন্ত্রণে রাখা যায়। কিন্তু পেটের অতিরিক্ত মেদ বাড়িয়ে দিতে পারে প্রস্টেট ক্যানসারে মৃত্যুর আশঙ্কা। গবেষণা বলছে, ভুঁড়ি মাত্র চার ইঞ্চি বৃদ্ধি পেলে প্রস্টেট ক্যানসারে মৃত্যুর আশঙ্কা বাড়ে প্রায় ৭ শতাংশ।
শুধু ভুঁড়ি নয়, দেহের সামগ্রিক মেদও ডেকে আনতে পারে বিপদ। গবেষকরা বলছেন, ‘বডি মাস ইন্ডেক্স’ বা ‘বিএমআই’ ৫ পয়েন্ট বৃদ্ধি পেলে প্রস্টেট ক্যানসারে মৃত্যুর আশঙ্কা বৃদ্ধি পায় ১০ শতাংশ। পাশাপাশি দেহে মেদের পরিমাণ ৫ শতাংশ বৃদ্ধি পেলে এই ঝুঁকি বাড়ে প্রায় ৩ শতাংশের কাছাকাছি।