Mehendi Benefits

বিয়ের আগে মেহন্দি পরা হয় কেন? শুধুই কি আচার না কি নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ

হিন্দু সমাজে বিয়ে মানেই হাজার রকমের রীতি নীতি, হাজার রকম অনুষ্ঠান। তবে শুধু হিন্দু সমাজেই নয়, মুসলিমদের বিয়েতেও মেহন্দি পরার চল রয়েছে। শুধুই কি ফ্যাশন না কি মেহন্দির রয়েছে আরও গুণ?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২৪ ১৯:০৩
Share:

বিয়ের আগে মেহন্দি অনুষ্ঠানের আয়োজন করা হয় কেন? ছবি: শাটারস্টক।

আমরা সাধারণত মেহন্দি বা হেনা ব্যবহার করি প্রসাধন সামগ্রী হিসেবে। ইদানীং বাঙালি-অবাঙালি নির্বিশেষে প্রায় সকলেই বিয়ের মতো শুভ অনুষ্ঠানে হাতে, আবার কখনও পায়ের পাতায় কিংবা, পিঠ-কোমরেও মেহন্দি পরেন। তবে বিয়ের অনুষ্ঠানের ক্ষেত্রে মেহন্দি কেন এত গুরুত্বপূর্ণ?

Advertisement

হিন্দু সমাজে বিয়ে মানেই হাজার রকমের রীতি নীতি, হাজার রকম অনুষ্ঠান। তবে শুধু হিন্দু সমাজেই নয়, মুসলিমদের বিয়েতেও মেহন্দি পরার চল রয়েছে। শুধুই কি ফ্যাশন না কি মেহন্দির রয়েছে আরও গুণ? বিয়ে মানেই একাধিক নিয়মবিধি, আচার-অনুষ্ঠান, এ ছাড়া নতুন জীবনে প্রবেশ করার এক অজানা উদ্বেগ— যা অনেক সময়ই মানসিক চাপের কারণ হয়ে দাঁড়ায়। যা থেকে মাথা ব্যথা, মাথা ধরা বা শরীরে ক্লান্তিও আসে। হাতে এবং পায়ের পাতায় লাগানো মেহন্দি শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে এবং অকারণ মানসিক চাপ, অবসাদ বা চিন্তার হাত থেকে মুক্তি দেয়।

মেহন্দি অ্যান্টিসেপ্টিক ও অ্যান্টিফাঙ্গাল হিসাবেও কাজ করে। ছবি: শাটারস্টক।

মেহন্দি অ্যান্টিসেপ্টিক ও অ্যান্টিফাঙ্গাল হিসাবেও কাজ করে। তাই বিয়ের আগে বধূর হাতে এই প্রলেপ লাগানো হয় যাতে কোনও রকম ভাইরাল বা ব্যাক্টেরিয়াঘটিত রোগ যেমন জ্বর, সর্দি, কাশিতে বধূ সংক্রমিত না হন।

Advertisement

বিয়ের বিভিন্ন রীতি-নীতি পালন করার সময় ছোট দুর্ঘটনা, যেমন কেটে যাওয়া বা ছড়ে যাওয়া ইত্যাদি হয়েই থাকে। মেহেন্দির প্রলেপ এই সমস্ত কাটাছেঁড়াকে তাড়াতড়ি সারিয়ে তুলতে সাহায্য করে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement