Australian Open 2025

ফেডেরারের নজির ভাঙলেন জোকোভিচ, ৮১ মিনিটে জিতে নিজের নতুন নাম রাখলেন ১৪টি ‘এস’ মারা আলকারাজ়‌

অস্ট্রেলিয়ান ওপেনে বুধবার জিতলেন নোভাক জোকোভিচ এবং কার্লোস আলকারাজ়। জোকোভিচ তৃতীয় রাউন্ডে উঠে ভেঙে দিয়েছেন রজার ফেডেরারের নজির। অন্য দিকে, ৮১ মিনিটে জিতে নিজের নতুন নাম রেখেছেন আলকারাজ়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫ ১৫:৫১
Share:

ম্যাচ জিতে দর্শকদের উদ্দেশে চুমু ছুড়ছেন নোভাক জোকোভিচ। ছবি: রয়টার্স।

অস্ট্রেলিয়ান ওপেনে বুধবার জিতলেন নোভাক জোকোভিচ এবং কার্লোস আলকারাজ়। কোয়ার্টার ফাইনালে তাঁদের মুখোমুখি সাক্ষাতের সম্ভাবনা আরও জোরালো হল। জোকোভিচ তৃতীয় রাউন্ডে উঠে ভেঙে দিয়েছেন রজার ফেডেরারের নজির। অন্য দিকে, ৮১ মিনিটে জিতে নিজের নতুন নাম রেখেছেন আলকারাজ়।

Advertisement

এত দিন পর্যন্ত গ্র্যান্ড স্ল্যাম সবচেয়ে বেশি ৪৩০টি জয়ের নজির ছিল ফেডেরারের। এ দিন পর্তুগালের হাইমে ফারিয়াকে ৬-১, ৬-৭, ৬-৩, ৬-২ গেমে হারিয়ে সেই নজির ভেঙেছেন জোকোভিচ। পাশাপাশি ১৭ বার অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে উঠেছেন। ফেডেরারের নজির ভেঙে নিজেকে ভাগ্যবান বলেছেন জোকোভিচ। একই সঙ্গে টেনিসে গ্র্যান্ড স্ল্যামের গুরুত্বের কথাও তুলে ধরেছেন।

জোকোভিচের কথায়, “আমি খেলাটাকে খুব ভালবাসি। এই প্রতিযোগিতাটা ভালবাসি। তাই প্রতি বার নিজের সেরাটা দিই। ২০ বছর ধরে গ্র্যান্ড স্ল্যামে খেলছি। জিতি বা হারি, সব সময়েই নিজের হৃদয় উজাড় করে খেলি।”

Advertisement

সার্বিয়ার খেলোয়াড়ের সংযোজন, “গ্র্যান্ড স্ল্যামই আমাদের খেলার মূল স্তম্ভ। খেলাটার ইতিহাসে এর চেয়ে বড় কিছু নেই। ছোট ছোট ছেলেমেয়েদের উদ্বুদ্ধ করে গ্র্যান্ড স্ল্যামই। আমার প্রথম দেখা টেনিস খেলা ছিল উইম্বলডন ফাইনাল। ১৩০ বছর ধরে এই খেলাটা রয়েছে। আজ একটা নজির গড়তে পেরে তাই আমি ভাগ্যবান।”

এই নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে চার সেট খেলতে হল জোকোভিচকে। প্রথম রাউন্ডে নিশেষ বাসবরেড্ডিকে হারাতেও চারটি সেট খেলতে হয়েছিল তাঁকে। তবে এ বার তিনি হেরেছেন দ্বিতীয় সেটে। তা সত্ত্বেও তিন ঘণ্টায় ম্যাচ পকেটে পুরেছেন। ফারিয়ায় সার্ভ এবং শক্তিশালী ফোরহ্যান্ডের প্রশংসা করেছেন জোকোভিচ।

এ দিকে, আলকারাজ় ৬-০, ৬-১, ৬-৪ গেমে হারিয়েছেন জাপানের ইয়োশিহিতো নিশিয়োকাকে। জিততে সময় নিয়েছেন মাত্র ৮১ মিনিট। তবে জয়ের সময়ের চেয়েও বেশি নজর কেড়েছে তাঁর ‘এস’ সার্ভিস মারার দক্ষতা। ম্যাচে ১৪টি ‘এস’ মেরেছেন আলকারা‌জ়।

‘এস’ সার্ভিস হল টেনিসের এমন একটি সার্ভিস যা প্রতিপক্ষ রিটার্ন করতে পারেন না। তাঁর আয়ত্তের বাইরে দিয়ে সেই সার্ভিস চলে যায়। ঘষেমেজে নিজের ‘এস’ সার্ভিস ক্ষুরধার করে তুলেছেন আলকারা‌জ়। তার প্রমাণ পাওয়া গেল বুধবারের ম্যাচে।

খেলার পর ক্যামেরায় সই করার সময় আলকারা‌জ় লেখেন, ‘আমি কি একজন সার্ভবট?’ আসলে ইন্টারনেটে ‘চ্যাটবট’ জনপ্রিয় একটি জিনিস। কৃত্রিম বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে কোনও প্রশ্ন জিজ্ঞাসা করা হলে স্বয়ংক্রিয় ভাবে তার উত্তর পাওয়া যায়। আলকারাজ় সেটাই উল্লেখ করে নিজের নাম দিয়েছেন।

দেড় ঘণ্টারও কমে ম্যাচ জিতে স্পেনের তারকা বলেছেন, “গ্র্যান্ড স্ল্যামের শুরুর দিকগুলোতে কোর্টে যত কম সময় কাটাব তত ভাল। শরীর বেশ ঝরঝরে রয়েছে। ম্যাচে মনঃসংযোগ ধরে রেখেই জিতেছি। কম সময়ে ম্যাচ জেতার দিকে নজর রেখেছিলাম। নিজের সার্ভিস নিয়েও খুব খুশি। মরসুমের আগে এটা নিয়ে অনেক খেটেছি।”

মেয়েদের বিভাগে শীর্ষ বাছাই এরিনা সাবালেঙ্কা উঠেছেন তৃতীয় রাউন্ডে। ৬-৩, ৭-৫ হারিয়েছেন জেসিকা বুজাসকে। তৃতীয় বাছাই কোকো গফ ৬-৩, ৭-৫ হারিয়েছেন জোডি বারেজকে। পঞ্চম বাছাই কিনওয়েন ঝেং ৬-৭, ৩-৬ হেরেছেন লরা সিগমুন্ডের কাছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement