ইদানীং চোখে নানা রঙের কনট্যাক্ট লেন্স পরার চল হয়েছে। ছবি: শাটারস্টক।
চোখের সাজসজ্জার জন্য কাজল, আইশ্যাডো, মাস্কারা, আইলাইনার— আরও কত কী না ব্যবহার করি আমরা! ইদানীং অবশ্য চোখে নানা রঙের কনট্যাক্ট লেন্স পরার চল উঠেছে। বিয়ের কনে হোক কিংবা বিশেষ কোনও অনুষ্ঠানে তরুণীদের সাজ, রঙিন লেন্স এখন সাজেরই অঙ্গ। তবে একটানা অনেক ক্ষণ কনট্যাক্ট লেন্স পরে থাকলে চোখের নানা সমস্যা দেখা যায়। তাই লেন্স পরার সময়ে নিতে হবে বাড়তি সতর্কতা।
সস্তার রঙিন লেন্সও এড়িয়ে চলুন। কারণ এতে দৃষ্টিশক্তির মারাত্মক ক্ষতি হতে পারে। কনট্যাক্ট লেন্স চোখের ভিতর অক্সিজেনে প্রবেশ করতে বাধা দেয়। তাই দীর্ঘক্ষণ লেন্স না পরাই শ্রেয়।
লেন্স পরার সময়ে কী কী সাবধানতা না নিলেই নয়?
১) লেন্স পরার আগে ও পরে হাত ভাল করে সাবান দিয়ে ধুয়ে নিতে ভুলবেন না। তোয়ালেতে হাত মুছবেন না। বরং কোনও মসলিন কাপড়ে বা সুতির রুমালে হাত মুছে তবেই লেন্সে হাত দেবেন।
২) ভুলেও লেন্স পরে ঘুমোতে যাবেন না। লেন্স পরে ঘুমিয়ে পড়লে চোখে সংক্রমণ হয়ে যেতে পারে। এই অভ্যাসের কারণে দৃষ্টিশক্তিও চলে যেতে পারে।
তিন মাস অন্তর লেন্স রাখার পাত্রটি বদলাতে হবে। ছবি: সংগৃহীত।
৩) মেকআপ করার আগে ভুলেও লেন্স পরবেন না। লেন্স পরে মেকআপ করলে অনেক সময়ে তাতে কাজল বা মাস্কারা লেগে যেতে পারে। এমন ঘটলে চোখে প্রাথমিক জ্বালাভাব তো হবেই, এমনকি সংক্রমণও হতে পারে।
৪) তিন মাস অন্তর লেন্স রাখার পাত্রটি বদলাতে হবে। কনট্যাক্ট লেন্স সব সময়ে স্টেরাইল সলিউশনে ভিজিয়ে সঠিক লেন্স কেসে রাখবেন।
৫) কনট্যাক্ট লেন্স পরে ভুলেও সাঁতার কাটবেন না। লেন্স পরে মুখে জলের ঝাপটা দেবেন না।
৬) মেয়াদ পেরিয়ে গেলে সেই লেন্স যত দামিই হোক না কেন, ভুলেও ব্যবহার করবেন না। এমন অনেক রঙিন লেন্স থাকে, যা এক বারই ব্যবহার করা যায়। ভুলেও সেগুলি দ্বিতীয় বার ব্যবহার করবেন না।