বাড়ছে মাঙ্কি পক্স নিয়ে উদ্বেগ ছবি: সংগৃহীত
বিশ্ব জুড়ে ক্রমেই উদ্বেগ বাড়াচ্ছে মাঙ্কি ভাইরাস। ৭ মে ইংল্যান্ডে প্রথম ধরা পড়ার পর থেকে ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে ছড়িয়ে গিয়েছে এই ভাইরাস। ‘ইউরোপিয়ান সেন্টার অব ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন’ বলছে, এই ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ২১৯। কিন্তু এই সংখ্যা আদৌ কতটা সত্যি তা নিয়ে প্রশ্ন তুলে দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) নিজেই।
প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহামারী ও অতিমারি প্রতিরোধ এবং প্রস্তুতি বিভাগের প্রধান সিলভি ব্রায়ান্ড বলেন, ‘‘আমরা এখনও জানি না যে, এটি হিমশৈলের চূড়া কি না।’’ তাঁর আরও বক্তব্য, ‘‘আমরা এখনও গোটা বিষয়টির একেবারে প্রাথমিক স্তরে রয়েছি। এটা জানা কথা যে, ভবিষ্যতে আরও বাড়বে রোগাক্রান্তের সংখ্যা।’ আতঙ্কের কারণ না হলেও, রোগ নিয়ন্ত্রণে বিভিন্ন দেশকে কড়া সতর্কতা নেওয়ার পরামর্শ দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ১৯৫৮ সালে প্রথম মাঙ্কি পক্সের ভাইরাসের হদিস মেলে। কঙ্গোতে ১৯৭০ সালে প্রথম বারের জন্য মানবদেহে এই ভাইরাসের সংক্রমণ চিহ্নিত ও লিপিবদ্ধ করা হয়। ব্রিটেনে ২০১৮ সালে প্রথম বার এই ভাইরাসে আক্রান্ত রোগীর খোঁজ পান বিশেষজ্ঞরা। কিন্তু সে বার এমন হারে ছড়ায়নি সংক্রমণ।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।