Biking in Winter

শীতের সন্ধেয় বাইকে চেপে লম্বা সফর করবেন? কী নিয়ম মানলে ঠান্ডা লেগে সর্দিকাশি হবে না?

কনকনে শীত এখনও পড়েনি। তবে পারদপতন হচ্ছে। বিকেল-সন্ধের পরে তাপমাত্রা আরও নামছে। এই সময়ে যদি বাইকে চেপে সফর করতেই হয়, তা হলে কিছু নিয়ম মেনে চললে ভাল।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৪ ১৬:২৪
Share:

ঠান্ডার সময়ে বাইকে লম্বা সফর করবেন ভাবলে কী কী নিয়ম মানতেই হবে? প্রতীকী ছবি।

শীতকাল মানেই ঘুরতে যাওয়ার আদর্শ সময়। আর শীতের সকালের মিঠে রোদ যেমন মায়াময়, তেমনই শীতের সন্ধে বা রাতে গাড়ি বা বাইক চালিয়ে লম্বা সফর করতে মন্দ লাগে না। ভ্রমণ যাঁদের নেশা, তাঁদের অনেকেই শীতের সন্ধেটিকে বাইক সফর করার জন্যই বেছে নেন। কনকনে শীত এখনও পড়েনি। তবে পারদপতন হচ্ছে। বিকেল-সন্ধের পরে তাপমাত্রা আরও নামছে। এই সময়ে যদি বাইকে চেপে সফর করতেই হয়, তা হলে কিছু নিয়ম মেনে চললে ভাল। সঙ্গে যদি শিশু থাকে, তা হলে নিয়ম মানতেই হবে। ঠান্ডা হাওয়া লেগেও যাতে সর্দিকাশি, জ্বর না হয় তার জন্য কী কী করা উচিত তা জেনে নিন।

Advertisement

প্রথমত, বিকেল বা সন্ধের পরে অথবা খুব সকালে বাইক ছুটিয়ে বেরিয়ে পড়লে, ভাল করে কান ও মাথা ঢেকে রাখতে হবে। হিমেল হাওয়া থেকে বাঁচতে গরম পোশাক পরতেই হবে। হেলমেটে মাথা ঢাকবে ঠিকই, তবে মাথায় হালকা টুপি পরে তার উপর হেলমেট চাপাতে পারেন। শিশু থাকলে তার কান-মাথা ঢেকে রাখতে হবে। গলায় হালকা স্কার্ফ জড়িয়ে নিলে চট করে ঠান্ডা লেগে যাবে না।

শীতের বাতাসে প্রচুর ধুলো, কলকারখানা ও যানবাহনের ধোঁয়া বাতাসকে দূষিত করে। তাই কেবল গরম পোশাক পরলেই হবে না, দূষিত বাতাস লাগাতার নাক-মুখ দিয়ে ঢুকতে থাকলে ফুসফুসে সংক্রমণ হতে বাধ্য। তাই মাস্ক পরতেই হবে। সঙ্গে শিশু থাকলে তাকেও পরাতে হবে।

Advertisement

মনে রাখতে হবে, ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাতাসে আদ্রতাজনিত কারণে ঠোঁট, গাল, নাক, হাত, পা এক কথায় শরীরের আঢাকা অংশের চামড়ায় টান ধরে। ত্বক ফাটতে শুরু করে। বেশি ঠান্ডা হাওয়া লাগলে ত্বক তাড়াতাড়ি শুষ্ক হয়ে যাবে। তাই শরীর ঢাকা পোশাকই পরতে হবে। হাতে-পায়ে ভাল করে ময়শ্চেরাইজ়ার লাগিয়ে নিয়ে তার পর গরম পোশাক পরুন। গ্লাভস ও মোজা পরতে ভুলবেন না।

শীতের সময়ে জল খাওয়ার পরিমাণ কমে যায়। তাই এই সময়টাতেই জলশূন্যতার সমস্যা দেখা দেয় অনেকের। তাই বেশি করে জল খেলে শরীর খারাপ হবে না। সঙ্গে ফ্লাস্কে গরম জল রেখে দিতে পারেন। যদি খুব লম্বা সফর হয়, তা হলে মাঝেমধ্যে গরম জল খেয়ে নিলে ঠান্ডা লাগবে না।

শীতের সময়ে অ্যালার্জির সমস্যা বাড়ে অনেকের। রাস্তার ধোঁয়া-ধুলো বা ঠান্ডা বাতাসে অ্যালার্জি বেড়ে যেতে পারে। তাই বাইক সফর করবেন ভাবলে, আগে চিকিৎসকের পরামর্শ নিন। বেশি ঠান্ডায় শ্বাসের সমস্যা বা হাঁপানির টান ওঠে অনেকের। সে ক্ষেত্রে সঙ্গে ইনহেলার রাখতেই হবে। ফার্স্ট এড বাক্সে প্রয়োজনীয় ওষুধপত্রও নিয়ে নিন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement