Tea

Ginger Tea: শীতের সকালে প্রথম কাপ চায়ে একটু আদা দিচ্ছেন? এতে কি আদৌ কোনও উপকার হচ্ছে

শীতের দিনে স্বাদের জন্যই মূলত খাওয়া হয় আদা দেওয়া চা? আদার গুণ সম্পর্কে ধারণা থাকলেই বোঝা যাবে, স্বাদের সঙ্গে স্বাস্থ্যের দিকেও কতটা নজর দেয় এই পানীয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২১ ২২:৩৭
Share:

প্রতীকী ছবি।

শীতের দিনে আদা দেওয়া চা অনেকেই খেয়ে থাকেন। কিন্তু সেই চা কি স্বাস্থ্যের কোনও কাজে লাগে? নাকি শীতের দিনে স্বাদের জন্যই মূলত খাওয়া হয় আদা দেওয়া চা? আদার গুণ সম্পর্কে ধারণা থাকলেই বোঝা যাবে, স্বাদের সঙ্গে স্বাস্থ্যের দিকেও কতটা নজর দেয় এই আদা দেওয়া চা।

Advertisement

আদা দেওয়া চা খেলে সবের আগে উপকার হয় ওজন নিয়ন্ত্রণের ক্ষেত্রে। ওজন যে খুব কমাতে পারে আদা দেওয়া চা, তেমন নয়। কিন্তু আদা দেওয়া চা নিয়মিত খেলে ওজন না বাড়ার সম্ভাবনা থাকে।

প্রতীকী ছবি।

আদা চায়ের আরও একটি গুণ হল, হার্টের যত্ন নেয় এই পানীয়। আদার রসে উপস্থিত থাকে নানা ধরনের অ্যান্টি-অক্সিড্যান্ট। তার সঙ্গে মেশে চায়ের অ্যান্টি-অক্সিড্যান্ট। সব মিলে প্রদাহ কমাতে সাহায্য করে আদা দেওয়া চা।

Advertisement

রক্তে কোলেস্টেরলের মাত্রাও নিয়ন্ত্রণে রাখে চা। রক্তের খারাপ ফ্যাট এবং গ্লুকোজের মাত্রা কমাতে পারে আদার রস। সব মিলে শরীর আরও সতেজ এবং সচল হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement