Ashneer Grover slams Salman Khan

‘আমাকে না চিনলে, নাটক করার জন্য ডাকল কেন’, ফের সলমনকে তোপ অশ্নীর গ্রোভারের?

‘বিগ বস্‌ ১৮’ শেষ হতেই ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন উদ্যোগপতি। নাম না করেই ফের সলমনকে তোপ দাগলেন তিনি। সেই ভিডিয়োও সমাজমাধ্যমে এখন ভাইরাল।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৫ ১২:০৮
Share:
Ashneer Grover slams Salman Khan in a viral video without mentioning his name

সলমনকে তোপ অশ্নীরের। ছবি: সংগৃহীত।

অশ্নীর গ্রোভারের নিশানায় সলমন খান। কয়েক মাস আগেই ‘বিগ বস্‌ ১৮’-এর মঞ্চে মুখোমুখি হন দু’জনে। অশ্নীর গ্রোভার এক সময়ে সলমন খানকে নিয়ে প্রকাশ্যে কয়েকটি দাবি করেছিলেন। তাঁর দাবি ছিল, তাঁর সংস্থার মুখ ছিলেন ভাইজান। সলমন নাকি সাড়ে ৭ কোটি টাকা পারিশ্রমিক চেয়েছিলেন। কিন্তু অশ্নীর সঙ্গে কথা বলার পরে নাকি তিনি সাড়ে ৪ কোটি টাকা পারিশ্রমিকে রাজি হন। একটি ভিডিয়োয় অশ্নীর এই দাবিগুলি তুলেছিলেন। কিন্তু এই দাবিগুলি নাকি একেবারে মিথ্যা। ‘বিগ বস্‌ ১৮’-র মঞ্চে ‘শার্ক ট্যাঙ্ক’খ্যাত উদ্যোগপতির সামনেই স্পষ্ট বলে দিয়েছিলেন সলমন।

Advertisement

সলমন এ-ও জানিয়েছিলেন, এর আগে তিনি অশ্নীরের নামই শোনেননি। তাঁর সঙ্গে দেখা করা তো বহু দূরের কথা, সেই সময়ে মাথা নিচু করে সলমনের সব কথা মেনে নিয়েছিলেন অশ্নীর। কিন্তু ‘বিগ বস্‌ ১৮’ শেষ হতেই ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন উদ্যোগপতি। নাম না করেই ফের সলমনকে তোপ দাগলেন তিনি। সেই ভিডিয়োও সমাজমাধ্যমে এখন ভাইরাল।

সেই ভিডিয়োয় অশ্নীর বলেছেন, “অকারণে আমার সঙ্গে ঝামেলা করে প্রতিযোগিতা শুরু করেছে। আমি তো ভদ্র ভাবেই গিয়েছিলাম (‘বিগ বস্‌ ১৮’)। ওরাই আমাকে ডেকেছিল। নাটক করার জন্য বলে দিল, ‘আপনার সঙ্গে তো দেখাই হয়নি কখনও। আপনার নামও জানি না।’ আরে, নাম না জানলে আমাকে ডাকলে কেন?”

Advertisement

এখানেই শেষ নয়। অশ্নীরকে বলতে শোনা যায়, “আর একটা কথা বলে দিই। তুমি (সলমন খান) আমার সংস্থারই মুখ ছিলে। আর আমার সঙ্গে দেখা না করেই আমার সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়ে গেলে, সেটা তো হয় না! আমিও শক্ত হাতেই নিজের সংস্থা চালাই। সব কিছু আমার তত্ত্বাবধানেই হয়।”

তবে সলমন খানের সামনে অন্য রূপ ছিল অশ্নীরের। তখন উদ্যোগপতির গলা দিয়ে প্রায় আওয়াজই বেরোচ্ছিল না। তাই নিন্দকেরা কটাক্ষ করছেন, মুখের উপর কেন কিছু বলতে পারেননি অশ্নীর? পিছনে তো যা খুশি বলাই যায়! তবে এই ভিডিয়োর পরে এখনও সলমন কোনও প্রতিক্রিয়া দেননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement