—প্রতীকী চিত্র।
বয়স বাড়লে স্মৃতির পাতা ধীরে ধীরে খালি হতে থাকে। তবে স্মৃতিভ্রংশের সমস্যার দায় সব সময় শুধু বয়সের নয়। ডিমেনশিয়া, পার্কিনসন্সের মতো কঠিন রোগও বয়সকালে ধরা দেয়। আর সাম্প্রতিক গবেষণা জানাচ্ছে, ভয়ঙ্কর এই রোগগুলির ঝুঁকি ৭৬ শতাংশ বাড়িয়ে তুলছে রোজের গ্যাস-অম্বলের সমস্যা।
৯৩৫০ জনের আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট এই গবেষণায় সাহায্য করেছে। রিপোর্টে দেখা গিয়েছে, বেশির ভাগেরই আলসার কিংবা এই ধরনের সমস্যা রয়েছে। দীর্ঘ গবেষণা করে জানা গিয়েছে, এই ধরনের রোগ পার্কিনসন্সের ঝুঁকি বৃদ্ধি করে। এই গবেষণা প্রকাশিত হয়েছে ‘আমেরিকান মেডিক্যাল অ্যাসোসিয়েশন নেটওয়ার্ক ওপেন রিসার্চার্স’ পত্রিকায়। বয়সজনিত কিংবা স্নায়ুজনিত এই রোগের উৎস শুধু মস্তিষ্ক নয়, অন্ত্রও এই ধরনের রোগের উৎসস্থল।
আমেরিকার গবেষকেরা জানাচ্ছেন, নিয়মিত গ্যাসের সমস্যায় যাঁরা ভোগেন, পার্কিনসন্সের মতো রোগের ঝুঁকি তাঁদের বেশি। সে ক্ষেত্রে পার্কিনসন্স ধরা পড়ার অন্তত বছর দু’য়েক আগে থেকে হাত অথবা পায়ের পেশির নমনীয়তা কমে যাওয়া, হাঁটাচলা এবং হাত নাড়ানোয় সমস্যা হওয়ার মতো উপসর্গ দেখা দিতে পারে। শারীরিক এই উপসর্গগুলি এড়িয়ে যাওয়া যাবে না। তাতে বিপদ বাড়তে পারে। তবে শুধু গ্যাস-অম্বল নয়, কোষ্ঠকাঠিন্যের সঙ্গেও পার্কিনসন্সের সংযোগ আছে। এ ছাড়ও গবেষকেরা জানাচ্ছেন, নিয়মিত ডোপামিন নামক হরমোন ক্ষরণে ভারসাম্য না থাকলেও পার্কিনসন্স হতে পারে। কারণ ডোপামিনের সরাসরি মস্তিষ্কের যোগ রয়েছে।