পেটের মেদ কমাতে কোন খাবারগুলি খাওয়া বন্ধ করবেন? ছবি: সংগৃহীত।
কোমরের মেদ ঝরানো সহজ নয়। ডায়েট, শরীরচর্চা করে ওজন কমানো সম্ভব হলেও পেটের মেদ কমাতে জীবন বেরিয়ে যায়। চেষ্টা করে পেটের মেদ ঝরাতে ব্যর্থ হয়েছেন এমন উদাহরণও আছে। বাড়তি ওজনের চেয়েও পেটের মেদ বাড়লে বেশি অস্বস্তিতে পড়েন অনেকেই। তাই পেটের মেদ ঝরাতে চেষ্টার কোনও ত্রুটি রাখেন না। কমসময়ে পেটের মেদ কমাতে অনেকেই ভরসা রাখেন নানা যোগাসন, ডিটক্স পানীয়ে। এগুলির পাশাপাশি কয়েকটি খাবার খাওয়াও বন্ধ করতে হবে। নয় তো সব চেষ্টাই বিফলে যেতে পারে।
রেডমিট
পেটের মেদ কমাতে চাইলে রেড মিট খাওয়া একেবারে বন্ধ করে দিতে হবে। মাংসে প্রোটিন থাকলেও মেদ ঝরানোর পর্বে এই মাংস এড়িয়ে চলা জরুরি। কারণ, রেডমিটে স্যাচুরে়টেড ফ্যাট এবং সোডিয়াম ভরপুর পরিমাণে রয়েছে। এ ছাড়াও রেডমিট যেহেতু সংরক্ষণ করে রাখা হয়, ফলে এই ওজন বেড়ে যাওয়ার আশঙ্কা আরও জোরালো হয়।
কর্ন
কর্ন স্বাস্থ্যকর হলেও পেটের মেদ দ্রুত ঝরাতে চাইলে এড়িয়ে চলা জরুরি। কর্নে শর্করার মাত্রা অনেক বেশি। ফলে ডায়াবিটিসের মাত্রা বেড়ে যাওয়ার আশঙ্কা অনেক থাকে। শরীরে শর্করা জমে হতে থাকলে পেটের মেদ কমানো কঠিন হয়ে পড়ে।
পেটের মেদ দ্রুত ঝরাতে চাইলে কর্ন এড়িয়ে চলা জরুরি। ছবি: সংগৃহীত।
চেরি
চেরি ফলে ফ্রুক্টোজের পরিমাণ বেশি। ফ্রুক্টোজ ওজন বেড়ে যাওয়ার অন্যতম কারণ। তাই ওজন কমাতে চাইছেন যখন, তখন চেরি খাওয়া বন্ধ করতে হবে। চেরির মতো আম, সবেদাতেও ফ্রুক্টোজ আছে। তাই এই জাতীয় ফল যত কম খাওয়া যায়, ততই ভাল।
অ্যালকোহল
অ্যালকোহলে প্রোটিন এবং কার্বোহাইড্রেটের তুলনায় ক্যালোরির পরিমাণ অনেক বেশি। পেটে মেদ জমলে ক্যালোরি আছে এমন খাবার কিংবা পানীয় যত কম খাওয়া যায়, ততই ভাল। তাই পেটের মেদ ঝরাতে চাইলে অ্যালকোহল খাওয়া বন্ধ করুন।