Weight Loss

চেষ্টা করেও রোগা হওয়ার স্বপ্ন অধরা থেকে যাচ্ছে? দ্রুত মেদ ঝরাতে ভরসা রাখবেন কোন খাবারে?

রোগা হওয়া মানেই উপোস করে থাকা নয়। কিছু খাবার রয়েছে যেগুলি খেলে মেদ ঝরে যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২২ ১২:৪২
Share:

রোগা হওয়া সহজ নয় ঠিকই, তবে একেবারে কঠিনও নয়। প্রতীকী ছবি।

নিয়ম করে শরীরচর্চা, জিমে যাওয়া, খাওয়াদাওয়ায় রাশ টানা, পছন্দের খাবার একেবারে না খাওয়া— রোগা হতে অনেক পরিশ্রম করতে হয়। অনেকেই ওজন কমাতে রোজের জীবনে এই নিয়মগুলি মেনে চলেন। তাতে যে খুব সুফল মেলে, তা নয়। দীর্ঘ দিন ধরে এই নিয়ম মেনে চলেও আশানুরূপ ফল যে মেলে, তা-ও নয়। রোগা হওয়া সহজ নয় ঠিকই, তবে একেবারে কঠিনও নয়। রোগা হবেন বলে অনেকেই প্রায় উপোস করে থাকেন। অথচ কিছু খাবার রয়েছে যেগুলি খেলে মেদ ঝরে যায়। সেগুলি কী, তা জেনে নিলেই কেল্লাফতে।

Advertisement

রসুনে রয়েছে অ্যালিসিন নামক উপাদান। যা ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। ছবি: সংগৃহীত।

রসুন

সর্দিকাশি কমানো থেকে শুরু করে ওজন কমানো— সবেতেই রসুনের ভূমিকা অনবদ্য। রোগা হতে চাইলে রোজ এক কোয়া করে রসুন খেতে পারেন। রসুনে রয়েছে অ্যালিসিন নামক উপাদান। যা ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। এ ছাড়া কোলেস্টেরল নিয়ন্ত্রণেও রসুনের জুড়ি মেলা ভার। তাড়াতাড়ি রোগা হতে চাইলে ভরসা রাখতে পারেন রসুনে।

Advertisement

ঘোল

ঘরোয়া উপায়ে রোগা হওয়ার আরও একটি নির্ভরযোগ‍্য উপায় হতে পারে ঘোল। দুধের তৈরি এই পানীয়তে ফ‍্যাটের পরিমাণ খুবই কম। রোজের খাদ‍্যতালিকায় এই পানীয়টি রাখলে ফ‍্যাট ঝরবে দ্রুত।

মধু

শীতকালীন সর্দিকাশি কমাতে মধুর জুড়ি মেলা ভার। তবে ওজন কমাতেও কিন্তু মধু দারুণ কার্যকরী। মধু একেবারে ফ‍্যাটমুক্ত। এবং বিভিন্ন ধরনের স্বাস্থ‍্যকর উপাদান-সমৃদ্ধ। তাই রোজ একটু করে মধু খেতে পারেন। উপকার পাবেন। ওজনও ঝরবে দ্রুত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement