রান্নাঘরের সাজে বদল আনা জরুরি। ছবি: সংগৃহীত।
বাড়ির অন্য ঘরগুলির ভোল বদলাতে যতটা তৎপর থাকেন সকলে, রান্নাঘর কিন্তু নজর এড়িয়ে যায়। অথচ দিনের বেশ খানিকটা সময় হেঁশেলেই কাটে অনেকের। রান্না ভাল করতে সঠিক উপকরণের পাশাপাশি মনোযোগও প্রয়োজন। হেঁশেলে যদি একঘেয়ে লাগে, তা হলে তার প্রভাব পড়তে পারে রান্নায়। তাই রান্নাঘরের সাজে বদল আনা জরুরি। তবে অনেকেই ভাবেন, রান্নাঘর সাজানো মানে খরচের ব্যাপার। তবে একটু মাথা খাটিয়ে, ভাবনাচিন্তা করে পরিকল্পনা করলে কম খরচেই আপনার হেঁশেল হয়ে উঠতে পারে নতুনের মতো।
১) হেঁশেল নতুন করে রং করা বেশ খরচসাপেক্ষ। তা ছাড়া গোটা রান্নাঘর রং করতে অনেকটা সময়ও লেগে যাবে। সে ঝক্কিতে না গিয়ে দেওয়ালে বিভিন্ন ওয়াল পেপার কিংবা স্টিকার লাগাতে পারেন। কম সময়ে এবং স্বল্প খরচে রান্নাঘর রং করার আরও একটি উপায় হতে পারে স্প্রে পেন্টের সাহায্যে। দেখবেন রান্নাঘরের ভোল বদলে গিয়েছে।
২) হেঁশেল সাজাতে পারেন নানা রকম গাছ দিয়ে। মনও ভাল থাকবে, আবার হেঁশেলের বাতাসও শুদ্ধ হবে। রান্নাঘরে কিছু মানিপ্ল্যান্ট রাখতে পারেন। কাচের বোতলের গায়ে মানিপ্ল্যান্টগুলি রেখে ঝুলি দিন। পারলে বোতলের গায়ে রং-তুলি দিয়ে আঁকিবুকি করতে পারেন। ভাল লাগবে।
৩) রান্নাঘরের জিনিসপত্র বদলে ফেলুন। বাসনপত্র থেকে মশলার কৌটো— অন্য কায়দার জিনিস কিনতে পারেন। সেগুলি যদি রঙিন হয়, তা হলে দেখতে আরও সুন্দর লাগবে।
৪) রান্নাঘর সাজাতে ব্যবহার করতে পারেন নানা রকম শো পিস। রান্নাঘর মানেই শুধু মশলার কৌটো, কড়াই, খুন্তির ভিড় নয়। বরং হেঁশেলের সাজ হোক একটু অন্য রকম।