vitamin D

Covid-19: কোভিড আক্রান্ত থাকাকালীন শ্বাসযন্ত্রের সমস্যা ভোগাচ্ছে? কোন ভিটামিনের অভাবে হয় এমন

টিকার কার্যক্ষমতা বৃদ্ধি করতে ডিম, মাছ, মাংস, দুধের পাশাপাশি চিকিৎসকরা ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খেতেও বলেছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২২ ১৯:১৬
Share:

ভিটামিন ডি শ্বাসযন্ত্রের সমস্যাও প্রতিরোধ করতে পারে। ছবি: সংগৃহীত

চিকিৎসকরা ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খেতেও বলেছেন। ছবি: সংগৃহীত

শুধু টিকা পরবর্তী সময় বলে নয়, এই কোভিড পরিস্থিতিতে ভিটামিন ডি এবং অন্যান্য প্রয়োজনীয় ভিটামিনের অভাবে কোভিড সংক্রমণের ঝুঁকি অনেকাংশে বৃদ্ধি পায়।

Advertisement

স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী বিগত এক মাসে যে ভাবে কোভিড সংক্রমণের হার দ্রুতগতিতে বৃদ্ধি পেয়েছিল, গত রবিবার প্রায় ৪০ দিন পর গোটা ভারতে কোভিড আক্রান্তের হার ৫০ শতাংশ হ্রাস পেয়েছে।

চিকিৎসকরা বলছেন, সংক্রমণের হার হ্রাস পেলেও আক্রান্ত হওয়ার আশঙ্কা কিন্তু এখনও কমেনি। প্রতিরোধ ক্ষমতা বাড়াতে শরীরে প্রয়োজন ভিটামিন ডি। গবেষণায় দেখা গিয়েছে, শরীরে ভিটামিন ডি-র ঘাটতি করোনা সংক্রমণের ঝুঁকি বৃদ্ধি পাওয়ার পাশাপাশি টিকার কার্যকারিতাও কমিয়ে দিতে পারে।

Advertisement

বিশ্বব্যাপী একটি গবেষণায় দেখা গিয়েছে যে, গত কয়েক দশক ধরে প্রাপ্তবয়স্কদের তুলনায় কমবয়সিদের মধ্যে ভিটামিন ডি-র ঘাটতি বেশি দেখা যাচ্ছে।

সাম্প্রতিকতম স্ফীতিতে যেহেতু শ্বাসযন্ত্রের উপর কোভিডের প্রভাব পড়ছে। ভিটামিন ডি শ্বাসযন্ত্রের সমস্যাও প্রতিরোধ করতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement