রাত্রিকালীন ত্বকের যত্ন নিন নিয়ম করে। ছবি:সংগৃহীত।
উজ্জ্বল ত্বক পাওয়া সহজ নয়। অনেক কাঠখড় পোড়াতে হয়। বাজারচলতি প্রসাধনীর ব্যবহার থেকে ঘরোয়া টোটকায় ত্বকের যত্ন নেওয়া— কোমল ত্বক পেতে কিছু নিয়ম মেনে চলতেই হয়। না হলে খুব বেশি দিন ত্বকের ঔজ্জ্বল্য ধরে রাখা সহজ নয়। সারা দিন অনেকেই নানা কাজে ব্যস্ত থাকেন। ঘর এবং বাইরের কাজ একা হাতে সামলাতে গিয়ে নিজের দিকে তাকানোর সময় পান না অনেকেই। সেখানে রূপচর্চা তো অনেক বড় বিষয়। আলাদা করে পার্লারে যাওয়ার সময় পান না অনেকেই। সে ক্ষেত্রে রাত্রিকালীন রূপরুটিনে জোর দেওয়া জরুরি। রাতে ঘুমোতে যাওয়ার সময় সামান্য যত্নও অনেকটা সাহায্য করতে পারে ত্বক কোমল ও মসৃণ রাখতে।
রাত্রিকালীন রূপচর্চার প্রথম ধাপ হল মেকআপ তুলে ফেলা। সামান্য কাজল, লিপস্টিক লাগানো থাকলেও তা না তুলে ঘুমাতে যাওয়া ত্বকের জন্য স্বাস্থ্যকর নয়।
মেকআপ তোলার পর ভাল ভাবে মুখ পরিষ্কার করুন। হালকা কোনও ফেস ওয়াশ ব্যবহার করতে পারলে সবচেয়ে ভাল হয়। এর পর কোনও টোনার ব্যবহার করা জরুরি। বাজার থেকে কেনা টোনার তো ব্যবহার করাই যায়, তবে ত্বকের যত্ন নিতে ঘরের কিছু জিনিসও এ ক্ষেত্রে কাজে আসতে পারে। ঘরোয়া জিনিস দিয়েই তৈরি করে নিতে পারেন টোনার। গোলাপ জল কিংবা শসার রস দিয়ে তৈরি টোনার রাতে মাখলে ত্বক কোমল রাখতে পারবেন।
টোনার মেখে মিনিট পাঁচেক রেখে দিন। তার পর হাত ও মুখ ময়েশ্চারাইজ করুন।