কাঁধে ব্যথা কি ক্যানসারের লক্ষণ? ছবি: সংগৃহীত।
প্রতি দিন কাজ থেকে ফিরেই ক্লান্ত বোধ করেন। ভারী ব্যাগ নিয়ে কাঁধেও বেশ ব্যথা হয়েছে। প্রথমে সেঁক, তার পর মলম। কোনও কিছুতেই লাভ হচ্ছে না। তার পর বেশ কিছু দিন ফিজিয়োথেরাপি করেও দেখলেন ব্যথা কমছে না। চিকিৎসকরা বলছেন, নির্দিষ্ট কোনও কারণ ছাড়া কাঁধে ব্যথা হতে থাকলে, এই সাধারণ ব্যথাও ফুসফুসের ক্যানসারের লক্ষণ হতে পারে। ইংল্যান্ডের ক্যানসার রিসার্চ অনুযায়ী, ফুসফুসের বিরল একটি ক্যানসার, চিকিৎসা পরিভাষায় যার নাম ‘প্যানকোস্ট টিউমার’, তারই লক্ষণ হতে পারে এই কাঁধে ব্যথা। চিকিৎসকেরা জানাচ্ছেন, কারও কারও ক্ষেত্রে এই ব্যথা কাঁধ থেকে মাথা, হাত, ঘাড় এবং গলাতেও হতে পারে।
সাধারণ ব্যথাও ফুসফুসের ক্যানসারের লক্ষণ হতে পারে। ছবি: সংগৃহীত।
‘প্যানকোস্ট টিউমার’ সাধারণত কোথায় দেখা যায়?
ফুসফুসের একেবারে উপরিভাগে এই টিউমার হয়। গলা, কাঁধ বা হাত থেকে যে সব স্নায়ুর সঙ্গে ফুসফুসের যোগ রয়েছে, সেই সব স্নায়ুর উপর চাপ সৃষ্টি হয়।
আর কোন কোন লক্ষণ দেখলে সতর্ক হবেন?
১) চোখের পলক ফেলতেও ক্লান্ত বোধ করা
২) চোখের মণির আকার ছোট হয়ে যাওয়া
৩) মুখের এক দিকে ঘাম কম হওয়া