Shobdo Jobdo 2023 Semifinal

‘শব্দ-জব্দ ২০২৩’-এর ফাইনাল পর্বে উত্তীর্ণ হল কোন ৬টি স্কুল? জেনে নিন

৫০টি দলের মধ্যে চূড়ান্ত পর্বের ফাইনালে উত্তীর্ণ হল ছ’টি দল।

Advertisement

এবিপি ডিজিটাল কনটেন্ট স্টুডিয়ো

শেষ আপডেট: ২৭ জুলাই ২০২৩ ১৫:৪৭
Share:

শব্দ জব্দের লড়াই

হাড্ডাহাড্ডি লড়াই থেকে ট্রাইব্রেকার — টান টান উত্তেজনার মধ্যে দিয়ে শেষ হল ‘শব্দ-জব্দ ২০২৩’-এর দ্বিতীয় পর্ব। ৫০টি দলের মধ্যে চূড়ান্ত পর্বের ফাইনালে উত্তীর্ণ হল ছ’টি দল। এক নজরে দেখে নিন কোন ছ’টি দল অংশ নিচ্ছে ‘শব্দ-জব্দ ২০২৩’-এর ফাইনাল পর্বে।

Advertisement
  • লায়ন্স ক্যালকাটা গ্রেটার বিদ্যামন্দির
  • কামরাবাদ গার্লস হাই স্কুল
  • চক গোপাল সারদা বিদ্যাপীঠ ফর গার্লস
  • রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, নরেন্দ্রপুর
  • বিনোদিনী গার্লস হাই স্কুল
  • যোধপুর পার্ক বয়েজ স্কুল

Advertisement

বাংলা শব্দের এই অভিনব উদ্যোগের খেলায় মেতে পশ্চিমবঙ্গের মোট ১৫৩টি স্কুলে বিভিন্ন মজার শব্দের খেলা নিয়ে হাজির হয়েছিলাম আমরা। প্রায় ৪০,০০০-এরও বেশি শিক্ষার্থী শব্দ-জব্দের এই খেলার প্রাথমিক পর্বে অংশ নিয়েছিল।

আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে শব্দ-জব্দের ফাইনাল। শেষ পর্বের প্রতিযোগিদের জন্য থাকছে আরও মজার শব্দের খেলা। শেষ পর্যন্ত কোন তিনটি দল পাচ্ছে সেরার শিরোপা? সমস্ত আপডেট পেতে চোখ রাখুন আনন্দবাজার অনলাইনের পাতায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement