শব্দ জব্দের লড়াই
হাড্ডাহাড্ডি লড়াই থেকে ট্রাইব্রেকার — টান টান উত্তেজনার মধ্যে দিয়ে শেষ হল ‘শব্দ-জব্দ ২০২৩’-এর দ্বিতীয় পর্ব। ৫০টি দলের মধ্যে চূড়ান্ত পর্বের ফাইনালে উত্তীর্ণ হল ছ’টি দল। এক নজরে দেখে নিন কোন ছ’টি দল অংশ নিচ্ছে ‘শব্দ-জব্দ ২০২৩’-এর ফাইনাল পর্বে।
বাংলা শব্দের এই অভিনব উদ্যোগের খেলায় মেতে পশ্চিমবঙ্গের মোট ১৫৩টি স্কুলে বিভিন্ন মজার শব্দের খেলা নিয়ে হাজির হয়েছিলাম আমরা। প্রায় ৪০,০০০-এরও বেশি শিক্ষার্থী শব্দ-জব্দের এই খেলার প্রাথমিক পর্বে অংশ নিয়েছিল।
আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে শব্দ-জব্দের ফাইনাল। শেষ পর্বের প্রতিযোগিদের জন্য থাকছে আরও মজার শব্দের খেলা। শেষ পর্যন্ত কোন তিনটি দল পাচ্ছে সেরার শিরোপা? সমস্ত আপডেট পেতে চোখ রাখুন আনন্দবাজার অনলাইনের পাতায়।