Shobdo Jobdo 2023

'শব্দ-জব্দ ২০২৩'-এর প্রতিযোগিতায় অংশ নিয়েছে ১৫০টিরও বেশি বিদ্যালয়

বিগত দু’মাস ধরে চলা এই প্রতিযোগিতায় ১৫৩টি স্কুলের প্রায় ৪০,০০০ শিক্ষার্থী অংশ নিয়েছিল

Advertisement

এবিপি ডিজিটাল কনটেন্ট স্টুডিয়ো

শেষ আপডেট: ২৬ জুলাই ২০২৩ ১৭:৫৮
Share:

‘শব্দ-জব্দ ২০২৩’ প্রতিযোগিতায় শিক্ষার্থীরা

বাংলা ও বাঙালির ভাষাচর্চাকে আরও সুনিপূণ ও সুচারু করে তুলতে বাংলা শব্দ নিয়ে এক অভিনব প্রতিযোগিতার আয়োজন করেছিল আনন্দবাজার অনলাইন, যার নাম শব্দ-জব্দ। বিগত ২ মাস ধরে ১০টি জেলার ৪২টি শহরে ১৫৩টি স্কুল এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। সম্পূর্ণ প্রতিযোগিতা জুড়ে শিক্ষার্থীদের মধ্যে যে পরিমাণ উচ্ছ্বাস আমরা লক্ষ্য করেছি, তা চোখে পড়ার মতো।

Advertisement

প্রতিযোগিতার প্রায় শেষ পর্যায়ে হাজির হয়েছি আমরা। এক নজরে দেখে নিন কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলি থেকে কোন কোন বিদ্যালয় আমাদের এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে।

  • মা সারদা গার্লস হাই স্কুল
  • খড়িবেড়িয়া বিবেকানন্দ বিদ্যাপীঠ
  • আলিগঞ্জ আরআরবি গার্লস স্কুল
  • মেদিনীপুর কলেজিয়েট স্কুল
  • পাহাড়ীপুর গার্লস হাই স্কুল
  • মেদিনীপুর টাউন স্কুল
  • রামকৃষ্ণ মিশন বিদ্যাভবন
  • বর্ধমান বাণীপীঠ উচ্চ বালিকা বিদ্যালয়
  • বিবেকানন্দ বিদ্যাপীঠ, বর্ধমান
  • বেনাচিতি হাই স্কুল
  • ড্রিমল্যান্ড স্কুল উত্তরপাড়া
  • পাঠ ভবন ডানকুনি
  • শ্রী আরবিন্দ বিদ্যামন্দির, চন্দননগর
  • ডন বস্কো ব্যান্ডেল
  • নির্মল হৃদয় আশ্রম স্কুল ক্যাথলিক চার্চ
  • মেথডিস্ট স্কুল, ডানকুনি
  • ঊষুমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়
  • যাদবপুর বিজয়গর শিক্ষানিকেতন ফর গার্লস
  • গান্ধী কলোনি উচ্চ বিদ্যালয়
  • বাঘাযতীন বালিকা বিদ্যালয়
  • ইছলাবাদ হাই স্কুল
  • বর্ধমান সিএমএস হাই স্কুল
  • দুর্গাপুর প্রজেক্টস টাউনশিপ বয়েজ় হাই স্কুল
  • বিধাননগর গভর্নমেন্ট স্পন্সরড গার্লস হাই স্কুল
  • ব্যাঁটরা পাবলিক লাইব্রেরি শিক্ষানিকেতন হাই স্কুল
  • শিবপুর হিন্দু গার্লস হাই স্কুল
  • এমসিকেভি বিদ্যাপীঠ
  • সোনারপুর বিদ্যাপীঠ
  • স্যার নৃপেন্দ্রনাথ গার্লস হাই স্কুল
  • হারিনভি ডিভিএএস হাই স্কুল
  • কোদালিয়া প্রসন্ন বঙ্গ উচ্চ বিদ্যালয়
  • জ্যোতির্ময় পাবলিক স্কুল
  • নারায়না স্কুল, সোনারপুর
  • রামকৃষ্ণ মিশন বিদ্যালয় নরেন্দ্রপুর
  • বেহালা হাই স্কুল
  • বিবেকানন্দ মিশন স্কুল
  • হাওড়া জেলা স্কুল
  • বেলুড় হাই স্কুল
  • বেলুড় গার্লস হাই স্কুল
  • হাওড়া বিবেকানন্দ ইনস্টিটিউশন
  • বিদ্যাসাগর বিদ্যাপীঠ বয়েজ হাই স্কুল
  • মেদিনীপুর কলেজিয়েট উচ্চ বালিকা বিদ্যালয়
  • কেরানিটোলা শ্রী শ্রী মোহনানন্দ বিদ্যাপিঠ
  • পানিহাটি ত্রাননাথ উচ্চ বিদ্যালয়
  • পানিহাটি বালিকা বিদ্যালয়
  • অক্সিলিয়াম কনভেন্ট স্কুল, ব্যান্ডেল
  • সেন্ট জন্স স্কুল, ব্যান্ডেল
  • সাইনি ইন্টারন্যাশনাল স্কুল
  • স্যার রমেশ মিত্র গার্লস স্কুল
  • নঙ্গী উচ্চ বিদ্যালয়
  • স্যার নৃপেন্দ্রনাথ ইনস্টিটিউশন
  • নব নালন্দা স্কুল
  • রাসমণি বালিকা বিদ্যালয়
  • বারুইপুর হাই স্কুল
  • ব্যাঁটরা বিবিপিসি গার্লস হাই স্কুল
  • তালপুকুর গার্লস হাই স্কুল
  • দ্য আরিয়ান স্কুল
  • ডগলাস মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুল
  • দিল্লি পাবলিক স্কুল
  • সোদপুর হাই স্কুল
  • সোদপুর চন্দ্রচূড় বিদ্যাপীঠ ফর গার্লস
  • ঊষুমপুর আদর্শ উচ্চ বিদ্যালয় ফর গার্লস
  • লেক স্কুল ফর গার্লস
  • শ্রী শিক্ষায়তন স্কুল
  • বিনোদিনী গার্লস হাই স্কুল
  • একে ঘোষ মেমোরিয়াল স্কুল
  • সাঁতরাগাছি ভানুমতী গার্লস হাই স্কুল
  • দুর্গাপুর প্রোজেক্ট বয়েজ স্কুল
  • পলাশডিহা হাই স্কুল
  • বাটানগর গার্লস হাই স্কুল
  • উপাসনা অ্যাকাডেমি
  • বজবজ পিকে হাই স্কুল
  • অতুল কৃষ্ণ রায় বিদ্যায়তন ফর গার্লস
  • মডার্নল্যান্ড গার্লস হাই স্কুল
  • খানপুর নির্মলা বালা সরকার গার্লস স্কুল
  • ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জি ইনস্টিটিউশন
  • স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল
  • বেথুন কলেজিয়েট স্কুল
  • ভিক্টোরিয়া ইনস্টিটিউশন
  • ব্রাহ্ম বালিকা শিক্ষালয়
  • সাঁতরাগাছি কেদারনাথ ইনস্টিটিউশন
  • আইপি মেমোরিয়াল স্কুল
  • ব্যাঁটরা মধুসূদন পাল চৌধুরী ইনস্টিটিউশন
  • বিই কলেজ মডেল স্কুল
  • হাওড়া যোগেশচন্দ্র গার্লস স্কুল
  • শিবপুর ভবানী বালিকা বিদ্যালয়
  • মন্মথনাথ বয়েজ স্কুল
  • মন্মথনাথ গার্লস স্কুল
  • ব্যারাকপুর এবি মডেল স্কুল
  • হলদিয়া পুনর্বাসন বিদ্যানিকেতন
  • বাজিতপুর সারদামনি বালিকা বিদ্যালয়
  • হলদিয়া হাই স্কুল
  • ইউনাইটেড মিশনারি গার্লস হাই স্কুল
  • ন্যাশনাল হাই স্কুল
  • সেন্ট জুডাস হাই স্কুল
  • আদিত্য অ্যাকাডেমি সিনিয়র সেকেন্ডারি স্কুল
  • দমদম মতিঝিল গার্লস হাই স্কুল
  • দমদম বৈদ্যনাথ ইনস্টিটিউশন
  • দোরো শোভারামপুর হাই স্কুল
  • চিত্তরঞ্জন কলোনি হিন্দু বিদ্যাপীঠ
  • হিকমপুর উচ্চ বিদ্যালয়
  • হাতিবেড়িয়া অরুণচন্দ্র হাই স্কুল
  • মহিষাদল গয়েশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়
  • হলদিয়া গভর্নমেন্ট স্পনসরড হায়ার সেকেন্ডারি স্কুল
  • দেভোগ শ্যামাচরণ মিলন বিদ্যাপীঠ
  • রামগোপালচক ভারতী বিদ্যামন্দির
  • শক্তিনগর হাই স্কুল
  • মৃণালিনী উচ্চ বালিকা বিদ্যালয়
  • অন্নাদা সুন্দরী হিন্দু বালিকা বিদ্যালয়
  • ন্যাশনাল ইংলিশ স্কুল
  • পরেশনাথ বালিকা বিদ্যালয়
  • বিজয়গড় বিদ্যাপীঠ
  • যাদবপুর বিদ্যাপীঠ
  • নারায়ণ দাস বাঙ্গুর মাল্টিপারপাস স্কুল
  • চক ইসলামপুর এসসিএম হাই স্কুল
  • হিজুলী শিক্ষানিকেতন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়
  • আড়াংঘাটা ইউএম ইনস্টিটিউশন
  • অনুলিয়া হাই স্কুল
  • গোরাবাজার শিল্পমন্দির গার্লস হাই স্কুল
  • চুঁয়ানপুর বিদ্যানিকেতন গার্লস হাই স্কুল
  • গজধরপাড়া উচ্চ বিদ্যালয়
  • বহরমপুর লিপিকা মেমোরিয়াল গার্লস হাই স্কুল
  • বহরমপুর জেএন অ্যাকাডেমি
  • বহরমপুর কৃষ্ণনাথ কলেজ স্কুল
  • বেলডাঙ্গা হরিমতি উচ্চ বালিকা বিদ্যালয়
  • মুরলীধর গার্লস স্কুল
  • লা ম্যাটারনেল স্কুল
  • যোধপুর পার্ক বয়েজ হাই স্কুল
  • যোধপুর পার্ক গার্লস হাই স্কুল
  • টেকনো ইন্ডিয়া স্কুল, গড়িয়া
  • রানাঘাট ভারতী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়
  • নাসরা গার্লস হাই স্কুল
  • রানাঘাট দেবনাথ ইনস্টিটিউশন ফর গার্লস
  • পাঠভবন স্কুল
  • কার্মেল হাই স্কুল
  • কৃষ্ণনগর হাই স্কুল
  • অক্ষয় বিদ্যাপীঠ উচ্চ বালিকা বিদ্যালয়
  • গোড়াবাজার ঈশ্বরচন্দ্র ইনস্টিটিউশন
  • বিডিএম ইন্টারন্যাশনাল স্কুল
  • কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল
  • সিলভার পয়েন্ট স্কুল
  • কামরাবাদ উচ্চ বালিকা বিধ্যালয়
  • বর্ধমান বৈদ্যনাথ স্কুল
  • হুগলি গার্লস হাই স্কুল
  • সেন্ট অগাস্টিন শ্যামনগর
  • সেন্ট অগাস্টিন ব্যারাকপুর
  • লায়ন্স ক্যালকাটা গ্রেটার বিদ্যামন্দির
  • চন্দননগর কানাইলাল বিদ্যামন্দির
Advertisement

এ বার চূড়ান্ত পর্বের লড়াইয়ে কোন স্কুলের শিক্ষার্থীরা পাবে সেরার শিরোপা? অপেক্ষায় রয়েছে প্রত্যেকেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement