চলছে রেজিস্ট্রেশন
কলকাতার রবীন্দ্র সদনে শুরু হয়ে গিয়েছে ধুন্ধুমার লড়াই। টান টান উত্তেজনার মধ্যে দিয়ে চলছে প্রথম পর্ব। প্রথম পর্বে ১৫৩টি স্কুলের মধ্যে সেমিফাইনালের জন্যে উত্তীর্ণ হবে ৫০টি দল।
এদিন রবীন্দ্র সদনে চূড়ান্ত পর্বে প্রতিটি স্কুল থেকে তিনজন শিক্ষার্থী সংশ্লিষ্ট স্কুলের হয়ে প্রতিনিধিত্ব করছে। ধাপে ধাপে চলবে সেই পরীক্ষা। পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে বেছে নেওয়া হবে সেরা ৫০টি স্কুল। এবার দেখার পালা এদের মধ্যে কোন স্কুলগুলি ফাইনালে পৌঁছবে। শেষ পর্যন্ত কোন স্কুল জিতে নেবে শ্রেষ্ঠত্বের শিরোপা?
এদিন রবীন্দ্র সদনে চূড়ান্ত পর্বে প্রতিটি স্কুল থেকে তিনজন শিক্ষার্থী সংশ্লিষ্ট স্কুলের হয়ে প্রতিনিধিত্ব করছে। ধাপে ধাপে চলবে সেই পরীক্ষা। পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে দ্বিতীয় পর্বের জন্য বেছে নেওয়া হবে সেরা ৫০টি স্কুলকে।
সকাল সাড়ে সাতটা থেকেই রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহের সামনে ভিড় জমাতে থাকেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। প্রত্যেকের মধ্যে ছিল উত্তেজনা তুঙ্গে। কোনও শিক্ষার্থী শব্দে নিজের দখন নিয়ে অত্যন্ত আত্মবিশ্বাসী, তো কোনও শিক্ষার্থী খানিকটা ভয়েই রয়েছে।
এই বার দেখার পালা এদের মধ্যে কোন স্কুলগুলি দ্বিতীয় পর্বের গণ্ডি পার করে ফাইনালে পৌঁছবে। ফলাফল জানতে শিক্ষার্থীদের পাশাপাশি অধীর আগ্রহে অপেক্ষা করছেন শিক্ষক, শিক্ষিকা এবং অভিভাবকেরাও।