অলংকরণ: তিয়াসা দাস।
স্বাধীনতা, তুমি কার? দেশের ৭৩তম স্বাধীনতা দিবসে এই প্রশ্নই কি মনে জেগেছে কবি শ্রীজাত-র? তাই কি তিনি প্রশ্ন তুলছেন, ‘তুমিও স্বাধীন তবে, এ মাসের পনেরো তারিখ?’ স্বাধীনতা কি তবে একটি মাত্র দিনে, আলঙ্কারিক অর্থে ব্যবহৃত একটি শব্দ মাত্র? ভিন্নতর আর্থ-সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের স্বাধীনতার রংও কি পাল্টে যায়? তা যদি না হয় তা হলে কবি কেন বলবেন, ‘যে আছে আনন্দে, সেও কোনও শোকযাত্রার শরিক... ’?
যাঁদের হাত ধরে পাওয়া এই স্বাধীনতা, তাঁদের সম্পর্কে এগুলো জানেন?
ছবি দেখে চিনতে পারবেন স্বাধীনতার এই কারিগরদের?