Mithai

যত বেশি চর্চা হবে, তত সেটা আমার এবং আদৃত, দু’জনের জন্যই ভাল: সৌমিতৃষা

আর মাত্র চার দিন। ৩১ মে শেষ হবে ‘মিঠাই’ সিরিয়ালের শুটিং। শেষবেলায় আবেগপ্রবণ হয়ে পড়লেন মিঠাই ওরফে সৌমিতৃষা কুন্ডু।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ মে ২০২৩ ১৩:০৮
Share:

‘মিঠাই’ সিরিয়ালে প্রথম বার আদৃত রায়ের সঙ্গে জুটিতে দেখা যায় সৌমিতৃষাকে। ছবি: সংগৃহীত।

প্রায় ২৬ মাস এক শুটিং ফ্লোর, এক স্টুডিয়ো। এই দু’বছরে ‘মনোহরা’ তাঁর জীবনের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে গিয়েছে। মন ভাল নেই অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুর। এত দিনে সবাই জেনে গিয়েছেন, শেষ হতে চলেছে ‘মিঠাই’। খুব বেশি দিন শুটিং বাকি নেই। এর মাঝেই কয়েক দিনের বিরতি নিয়েছিলেন নায়িকা। শরীর ভাল না থাকার কারণে। সে কথা নিজেই জানিয়েছিলেন ফেসবুকে। লিখেছিলেন, “১২ দিনের ছুটি নিচ্ছি।” বিরতি কাটিয়ে শুটিংয়ে ফিরলেন মিঠাই ওরফে সৌমিতৃষা। সঙ্গে জানিয়ে দিলেন আর কত দিনের শুটিং অবশিষ্ট রয়েছে।

Advertisement

সৌমিতৃষা লেখেন, “আমি আর দু’দিন শুটিং করব। ৩০ এবং ৩১ মে শুটিং হবে। ৩১ মে শেষ হবে ‘মিঠাই’-এর শুটিং।” শেষবেলায় কী অনুভব করছেন সৌমিতৃষা? এই সেটের কাকে সবচেয়ে বেশি মিস্ করবেন? উত্তর দিতে গিয়ে অনেকটা আবেগপ্রবণ হয়ে পড়লেন অভিনেত্রী। আনন্দবাজার অনলাইনকে মিঠাই বললেন, “স্টুডিয়োর প্রতিটা দেওয়ালকে মিস্ করব। এক জনের কথা শুধু বলতে পারব না। আসলে ঠিক ভাষায় খুঁজে পাচ্ছি না মনের কথা বলার। ঠিক কী কী মনে পড়বে! তবে এটা বলতে পারি মিঠাই চরিত্রটা আমায় সততা শিখিয়েছে।”

এই সিরিয়ালে প্রথম বার আদৃত রায়ের সঙ্গে জুটিতে দেখা যায় সৌমিতৃষাকে। মিঠাই এবং সিদ্ধার্থ মোদকের জুটি নিয়ে চর্চাও হয়েছে অনেক। শোনা গিয়েছিল, আদৃতের প্রতি দুর্বলতা রয়েছে নায়িকার। তাঁদের মধ্যে নাকি কথা বলা বন্ধ। এ প্রসঙ্গে সৌমিতৃষার স্পষ্ট উত্তর, “চর্চা কখনও শেষ হওয়ার নয়। আমার তো মনে হয় যত চর্চা হবে তাতে আমারও ভাল, আদৃতেরও ভাল। আমরা সব সময়ই ভাল বন্ধু ছিলাম এবং থাকব।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement