শ্রীদেবী। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।
২৪ ফেব্রুয়ারি, ২০১৮। প্রয়াত হয়েছেন শ্রীদেবী। তাঁর আচমকা মৃত্যু এখনও মেনে নিতে পারেন না অনেকেই। প্রায় এক বছর কেটে গেলেও কপূর পরিবারের সদস্যরাও এখনও এই অপূরণীয় ক্ষতি সামলাতে পারেননি। তার মধ্যেই বৃহস্পতিবার শ্রীদেবীর উদ্দেশে চেন্নাইয়ের বাড়িতে পুজোর আয়োজন করা হয়েছিল।
বনি কপূরের আয়োজন করা পুজোয় অনিল ছাড়াও কপূর পরিবারের বহু সদস্য উপস্থিত ছিলেন। শ্রীদেবীর দুই মেয়ে জাহ্নবী এবং খুশিও সব নিয়ম মেনেই এই পুজোয় অংশ নিয়েছিলেন বলে খবর। তিথি অনুযায়ী শ্রীদেবীর মৃত্যুর পর একবছরের কাজ এই পুজোর মাধ্যমেই করলেন বনি।
দুবাইতে গত বছর এক আত্মীয়ের বিয়েতে গিয়ে অস্বাভাবিক মৃত্যু হয়েছিল শ্রীদেবীর। তাঁর মৃত্যুর পরে ‘ধড়ক’-এর মাধ্যমে বড়পর্দায় ডেবিউ করেন জাহ্নবী। আদরের জানুর বলি ডেবিউ দেখে যেতে পারেননি শ্রীদেবী।
আরও পড়ুন, আগামী ৮ মার্চ প্রেমের নতুন মানে খুঁজতে শেখাবেন কনীনিকা?
(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের টাটকা বাংলা খবর পড়তে চোখ রাখুন আমাদের বিনোদনের সব খবর বিভাগে।)