bollywood

দক্ষ নৃত্যশিল্পী, ঘনিষ্ঠ দৃশ্যে স্বচ্ছন্দ এই অভিনেত্রী এখন ইন্ডাস্ট্রি থেকে দূরে যোগচর্চা নিয়ে থাকেন

কিছু বছর পরে ভারতে আসেন। প্রথম কয়েক বছর কাটিয়েছিলেন ওশো রজনীশের আশ্রমে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২০ ১০:৩০
Share:
০১ ১৭

বলিউডের আকাশে ভেসে উঠেছিলেন দক্ষ নৃত্যশিল্পী হিসেবে। তার পর হারিয়ে যান দ্রুত। বর্তমানে ইন্ডাস্ট্রির বিস্মৃত তারকাদের মধ্যে এক জন ইয়ানা গুপ্ত।

০২ ১৭

সাবেক চেকোশ্লোভাকিয়ায় তাঁর জন্ম ১৯৭৯ সালের ২৩ এপ্রিল। জন্মগত নাম ছিল জানা সাইনকোভা। পরে তিনি ইয়ানা নামে পরিচিত হন।

Advertisement
০৩ ১৭

বাবা মায়ের বিচ্ছেদ হয়ে যায় তাঁর শৈশবেই। বোনের সঙ্গে তিনি বড় হন মায়ের কাছে।

০৪ ১৭

মাত্র ১৬ বছর বয়সে তাঁর মডেলিংয়ের কেরিয়ার শুরু। স্নাতক হওয়ার পরে তিনি মডেলিংয়ের জন্য জাপানে চলে যান।

০৫ ১৭

কিছু বছর পরে ভারতে আসেন। প্রথম কয়েক বছর কাটিয়েছিলেন ওশো রজনীশের আশ্রমে।

০৬ ১৭

রজনীশের আশ্রমে ২০০১ সালে তিনি বিয়ে করেন সত্যকাম গুপ্তকে। তবে তাঁর বিয়ে ছিল স্বল্পস্থায়ী। দু’জনের বিচ্ছেদ হয়ে যায় ২০০৬-এ।

০৭ ১৭

ভারতে এসে মডেলিংয়ের দুনিয়ায় ধীরে ধীরে নিজের জায়গা করে নেন ইয়ানা।

০৮ ১৭

২০০২ সালে বলিউডে আত্মপ্রকাশ ইয়ানার। ‘দম’ ছবিতে তাঁকে দেখা গিয়েছিল ‘বাবুজি জারা ধীরে চলো’ গানের দৃশ্যায়নে।

০৯ ১৭

তবে বলিউডে কোনও দিন নায়িকা হয়ে উঠতে পারেননি তিনি। তাঁর পারফরম্যান্স সীমাবদ্ধ ছিল আইটেম ডান্সের মধ্যেই।

১০ ১৭

‘রাখত’, ‘মনোরমা সিক্স ফিট আন্ডার’, ‘চলো দিল্লি’, ‘মার্ডার টু’, ‘দশেরা’-সহ বিভিন্ন ছবিতে আইটেম ডান্সে পারফর্ম করেছেন তিনি।

১১ ১৭

বড় পর্দার পাশাপাশি তিনি কাজ করেছেন টেলিভিশনেও।

১২ ১৭

‘ঝলক দিখলা যা’ ডান্স রিয়্যালিটি শো-এর চতুর্থ মরসুমে তিনি সেকেন্ড রানার আপ হয়েছিলেন।

১৩ ১৭

সে বার ফার্স্ট রানার আপ হয়েছিলেন সুশান্ত সিংহ রাজপুত। জয়ী হন মেইয়াং চ্যাং।

১৪ ১৭

কিন্তু টেলিভিশন বা বড় পর্দা, কোনও মাধ্যমেই জনপ্রিয়তার নিরিখে প্রথম সারিতে পৌঁছতে পারেননি তিনি।

১৫ ১৭

প্রত্যাশিত জায়গা না পেয়ে ইয়ানা ধীরে ধীরে বলিউড থেকে দূরে সরে যান। এখন তাঁকে অভিনয় এবং নাচ, কোনও মাধ্যমেই দেখা যায় না।

১৬ ১৭

সোশ্যাল মিডিয়াতেও ইয়ানা খুব একটা সক্রিয় নন।

১৭ ১৭

নিজের সময়ের তুলনায় এগিয়ে থাকা, খোলামেলা ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ে স্বচ্ছন্দ এই নায়িকা এখন নাকি মন দিয়েছেন যোগচর্চায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement