Yami Goutam

Yami Gautam: কেমন অভিনয় করছি, লোকে দেখলই না! কেরিয়ারের খরা নিয়ে আক্ষেপ ইয়ামির

নানা ভাবে চেষ্টা করছেন ভাল কাজ করার। কিন্তু কিছুতেই তেমন পরিচিতি পাচ্ছেন না বলে মনে করছেন ইয়ামি!

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ মে ২০২২ ১৭:৫৬
Share:

সবাই দেখল পর্দায় তাঁর অল্পক্ষণের উপস্থিতি।

পেশাদার জীবনে খারাপ সময় যাচ্ছে অভিনেত্রী ইয়ামি গৌতমের। লোকে এ কথা-সে কথা বলছে, পরামর্শ দিচ্ছে। তবে নিজেই কারণ খোঁজার চেষ্টা করছেন 'ভিকি ডোনার'-এর নায়িকা।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে ইয়ামি তাঁর কেরিয়ারের খরা নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন। শুভাকাঙ্ক্ষীরা তাঁকে উপদেশ দিয়েছিলেন, বড় তারকাদের সঙ্গে ছবি করো। নজরে আসবে। তা-ই করেছেন ইয়ামি। তবু সে ভাবে পরিচিতি পেলেন কই!

Advertisement

২০১২ সালে 'ভিকি ডোনার' সাড়া ফেলল। প্রচুর প্রশংসা পেলেন নির্মাতারা। কিন্তু ইয়ামির অভিনয়দক্ষতা সে ভাবে খেয়াল হল না বলেই আক্ষেপ অভিনেত্রীর। উদাহরণ টানলেন ২০১৭-এর 'কাবিল' ছবির। সেই থ্রিলারধর্মী ছবিতে হৃতিক রোশনের বিপরীতে অভিনয় করেছিলেন ইয়ামি। ছবিটি টানটান। কিন্তু সেখানেও ইয়ামিকে কেউ মনে রাখল না—দাবি অভিনেত্রীর। সবাই দেখল পর্দায় তাঁর অল্পক্ষণের উপস্থিতি।

যদিও চেষ্টার কসুর করছেন না বলে জানান ইয়ামি। তাঁর কথায়, "সবাই শুধু দেখছে ছোট রোল না বড়, অভিনয়টা কেমন করছি সে নিয়ে কোনও চর্চা দেখি না।"

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement