Bengali Serial

সোমরাজের নতুন সিরিয়াল ‘চিনি’ কি জাতিস্মরের গল্প? উত্তর দিলেন লেখিকা?

বহু দিন পরে বাংলা সিরিয়ালে দেখা যাবে অভিনেতা সোমরাজ মাইতিকে। নতুন নায়িকার সঙ্গে জুটি বাঁধছেন তিনি। নতুন জুটিকে পর্দায় দেখার অপেক্ষায় দর্শক।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৪ ১৬:৪৭
Share:

সোমরাজ মাইতি। ছবি: সংগৃহীত।

আড়াই বছর পর ছোট পর্দায় ফিরছেন অভিনেতা সোমরাজ মাইতি। ‘চিনি’ সিরিয়ালে নতুন অবতারে দেখা যাবে তাঁকে। ইতিমধ্যেই সিরিয়ালের প্রোমো দেখে ফেলেছেন দর্শক। নতুন কাহিনিতে অভিনেত্রী ইন্দ্রাণী ভট্টাচার্যর সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। প্রোমো দেখে অনেকের মনে হয়েছে এই নতুন কাহিনি হয় জাতিস্মর অথবা ভবিষ্যৎদ্রষ্টার গল্প বলবে। এমন গল্পের কথা কেন মনে হল? সত্যিই কি জাতিস্মরের গল্প দেখবেন দর্শক? এ প্রসঙ্গে জানতে আনন্দবাজার অনলাইনের তরফে যোগাযোগ করা হয় লেখিকা সাহানা দত্তর সঙ্গে।

Advertisement

তিনি বললেন, “এই সিরিয়ালটি জাতিস্মর বা ভবিষ্যৎদ্রষ্টা কোনও গল্পই বলবে না। এই কাহিনির পরতে পরতে রয়েছে রোমাঞ্চ। সব সময়ই নতুন ধরনের কাহিনি আমরা দেখানোর চেষ্টা করি। সেই ভাবতে ভাবতেই চিনির গল্পের জন্ম। আর এই সিরিয়ালে সোমরাজ এবং ইন্দ্রাণীকেও নেওয়া সে জন্যই। আমাদের গল্পের সঙ্গে ওদের ঠিক ভাবে মানিয়ে গিয়েছে। আশা করছি দর্শকেরও ভাল লাগবে।”

উল্লেখ্য, সোমরাজ মাঝে শুধু মাত্র বড় পর্দার কাজেই মন দিয়েছিলেন। তিনি আনন্দবাজার অনলাইনকে বলেছিলেন, “ছোট পর্দায় কাজ করব না এমন সিদ্ধান্ত আমি কখনও নিইনি। সঠিক কাজের অপেক্ষায় ছিলাম।” তবে এই গল্পটি শুনেই তাঁর ভাল লেগেছিল। তাই আবারও ছোট পর্দায় অভিনয় করার সিদ্ধান্ত নেন সোমরাজ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement