Tollywood

Tollywood: সোশ্যাল মিডিয়ায় হেনস্থা জারি, শঙ্কায় টলিউডের অভিনেত্রীরা

ছোট পর্দার সেই অভিনেত্রী পুলিশের দ্বারস্থ হওয়ার পরেও হুমকি পেয়েছেন। আপাতত তিনি অভিযুক্তদের শাস্তির অপেক্ষায়।

Advertisement

ইপ্সিতা বসু

কলকাতা শেষ আপডেট: ১২ জুলাই ২০২১ ০৪:২৪
Share:

—ফাইল চিত্র।

সোশ্যাল মিডিয়ায় ছোট পর্দার অভিনেত্রীর হেনস্থা হওয়ার ঘটনা আলোচনায় উঠে এল আরও একবার। ‘তবু মনে রেখো’ ধারাবাহিকের এই অভিনেত্রী গত এক বছর ধরেই ধর্ষণের হুমকি পাচ্ছিলেন তাঁর সোশ্যাল মিডিয়া পেজে। একই সঙ্গে তাঁর ছবি বিকৃত করে পর্ন সাইটেও আপলোড করা হয়েছিল। ২০২০ সালের জুন মাসে ই-মেল মারফত পুলিশের কাছে এ ব্যাপারে অভিযোগ জানিয়েছিলেন সেই অভিনেত্রী। গত রবিবার সকালে ফের দু’টি কুরুচিকর ছবি পোস্ট করে তাঁকে ট্যাগ করা হয় ইনস্টাগ্রামে। সঙ্গে ধর্ষণের হুমকি। টানা এই ধরনের ঘটনার সম্মুখীন হওয়ায় মানসিক ভাবে বিপর্যস্ত ওই নায়িকা। তাঁর কথায়, ‘‘যে ধরনের মেসেজ পেয়েছি, তাতেই যেন ভার্চুয়ালি ধর্ষিতা হতে হয়েছে আমাকে। পর্ন সাইটে আমার ছবি সুপারইম্পোজ় করে দেওয়া হয়েছে। বন্ধুবান্ধব, হেয়ার ড্রেসার সকলের কাছে পাঠানো হয়েছে আমার সেই বিকৃত ছবি! এমনকি আমার মাকেও ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে।’’

Advertisement

এই ঘটনা ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রীকেই মনে করিয়ে দিচ্ছে নিজেদের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। গত বছরই যেমন অভিনেত্রী ঊষসী রায়কে (‘কাদম্বিনী’ ধারাবাহিক খ্যাত) নিয়ে একটি অশ্লীল মিম তৈরি করে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়েছিল। অভিনেত্রী কলকাতার পুলিশের কাছে লিখিত অভিযোগ জানিয়েছিলেন। পুলিশি তৎপরতায় তৎক্ষণাৎ সেই ব্যক্তিকে চিহ্নিত করে পোস্টটি ডিলিট করানো হয়। ঊষসী এ প্রসঙ্গে বললেন, ‘‘সম্প্রতি যে অভিনেত্রীর সঙ্গে এমন ঘটনা ঘটেছে, সেটা শুনে ভীষণ মন খারাপ হয়েছে। এই সময়ে ও কতটা কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে, উপলব্ধি করতে পারছি। আমি এখনও সোশ্যাল মিডিয়ায় অশ্লীল মেসেজ পাই। অনেক মেসেজই ইদানীং আর দেখতে ইচ্ছে করে না। তাই আমার কাছেও এ রকম ধর্ষণের হুমকি এসেছে কি না, নিশ্চিত নই। অনেক দিন ধরেই আমাদের সঙ্গে এমন ঘটনা হয়ে চলেছে। এ বার প্রশাসনের কাছে আমার বিনীত আবেদন, এই কাজ যারা করছে, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। যাতে এমন কাজ করার আগে তাদের দশ বার ভাবতে হয়।’’

একই দাবি টেলিভিশনের অভিনেত্রী স্বস্তিকা দত্তেরও। তিনিও এক সময়ে প্রকাশ্যে ধর্ষণের হুমকি পেয়েছিলেন। শুটিংয়ে যাওয়ার সময়ে অ্যাপ ক্যাবের মাধ্যমে গাড়ি বুক করেছিলেন স্বস্তিকা। ক্যাবের ড্রাইভারের হাতে হেনস্থা হতে হয়েছিল তাঁকে। সেই ঘটনা এখনও নাড়া দেয় অভিনেত্রীকে। আজও ভয়ে গুটিয়ে থাকেন ক্যাবে যাওয়ার সময়ে। পাশাপাশি তাঁর সোশ্যাল সাইটও ভরে যায় কুরুচিকর, অশ্লীল মেসেজে। এ বিষয়ে স্বস্তিকা প্রশ্ন তুলেছেন সোশ্যাল মিডিয়ার দায়িত্ব নিয়ে। তাঁর কথায়, ‘‘সোশ্যাল মিডিয়া চলে আমাদের ব্যবহার করেই। তা হলে এ রকম কুরুচিকর মেসেজের কোনও ফিল্টার নেই কেন? সব দায় কেন আমাদের বহন করতে হবে?’’ স্বস্তিকার প্রেমিককে নিয়েও নানা খারাপ মন্তব্য একাধিক বার অস্বস্তিতে ফেলেছে অভিনেত্রীকে। সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোডের আগে এখন দশ বার ভাবেন তিনি।

Advertisement

ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্রও। তাঁর সোশ্যাল সাইটে নোংরা মেসেজের অভিযোগ নিয়ে তিনিও পুলিশের দ্বারস্থ হয়েছেন বহু বার। শ্রীলেখা বললেন, ‘‘মেয়েদের পণ্য ভেবে নিচ্ছে কিছু মানুষ। জানি, অভিনেত্রীদের নিয়ে কৌতূহল অনেক বেশি। কিন্তু সেখান থেকেই কিছু মানুষের বিকৃত মানসিকতার শিকার হয়ে পড়ছি আমরা। এই সব মানুষের কঠোর শাস্তির প্রয়োজন।’’

ছোট পর্দার সেই অভিনেত্রী পুলিশের দ্বারস্থ হওয়ার পরেও হুমকি পেয়েছেন। আপাতত তিনি অভিযুক্তদের শাস্তির অপেক্ষায়। রবিবার লালবাজারে গিয়েছিলেন অভিনেত্রী। পুলিশের তরফে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষকে পুরো ঘটনাটি জানানো হয়েছে। তাঁদের তরফ থেকে জবাব এলেই পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement