মাধুরী দীক্ষিত, বিরজু মহারাজ এবং আলিয়া ভট্ট।
শাস্ত্রীয় নৃত্যগুরু হলেও বলিউডে প্রয়াত বিরজু মহারাজের অবদান অনেকটাই। অনেক ছবির গানেই তাঁর পরিচালনায় নেচেছেন মাধুরী দীক্ষিত, দীপিকা পাড়ুকোন, আলিয়া ভট্টের মতো প্রথম সারির নায়িকা। পণ্ডিতজির মৃত্যুসংবাদে তাই তাঁরা বিষণ্ণ, স্মৃতিকাতর। মাধুরী, দীপিকা ইতিমধ্যেই টুইটারে তাঁদের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। এ বার স্মৃতিকথা উজাড় করেছেন আলিয়া।
আলিয়ার বিরজু-যোগ কর্ণ জোহরের ‘কলঙ্ক’ ছবির দৌলতে। সেই ছবির জনপ্রিয় একটি গান ‘ঘর মোরে পরদেশিয়া’র জন্য পণ্ডিতজির থেকে কত্থকে তিন দিনের প্রশিক্ষণ নিতে হয়েছিল তাঁকে। কী লিখেছেন নায়িকা? তাঁর কথায়, ‘২০১৮-য় পণ্ডিত বিরজু মহারাজের সঙ্গে তিন দিন কাটানোর সুযোগ পেয়েছিলাম। ‘ঘর মোর পরদেশিয়া’র জন্য প্রস্তুতি নিতে গিয়ে। তিনি আমাকে যা শিখিয়েছেন, তা কখনই ভুলব না। এক জন কিংবদন্তি কী ভাবে একসঙ্গে অনেককে অনুপ্রাণিত করতে পারেন, ওঁকে কাছ থেকে দেখে জেনেছি। ওঁর সম্পর্কে লিখতে গিয়ে কলম থেমে গিয়েছে বার বার। ওঁর আত্মা শান্তিতে বিশ্রাম নিক।’
এর আগে, প্রয়াত কিংবদন্তিকে লেখায় শ্রদ্ধা জানিয়েছেন মাধুরী দীক্ষিতও। নায়িকা লিখেছেন, ‘মহারাজ কিংবদন্তি হয়েও শিশুর মতোই নিষ্পাপ! তিনি একাধারে আমার গুরু, বন্ধুও। আমাকে নাচ এবং অভিনয়ের অভিব্যক্তি শিখিয়েছিলেন। একই সঙ্গে প্রচণ্ড মজাও করতেন। তাঁর পরম্পরা আমাদেরই এগিয়ে নিয়ে যেতে হবে। ওঁকে ভুলতে পারব না কোনও দিন।’