Ram Gopal Varma

‘আমার মতো অকর্মণ্যকে জন্ম দিয়েছে কেন’! মাতৃদিবসে মায়ের প্রতি ক্ষোভ প্রকাশ রামগোপালের

কোন মায়েদের শুভেচ্ছা জানালেন রামগোপাল?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ মে ২০২১ ১৪:৫৭
Share:

মায়ের সঙ্গে রামগোপাল

মাতৃদিবস মানেই মায়ের প্রতি উজার করা ভালবাসা ব্যক্ত করা। অন্তত অধিকাংশ তারকাদের ক্ষেত্রেই তেমনটা দেখা যায়। তবে বলিউড পরিচালক রামগোপাল বর্মার ক্ষেত্রে ঘটনাটা একটু অন্যই। ভালবাসা নয়, ক্ষোভ এবং অভিমান প্রকাশ পেল তাঁর কথায়। মাকে মাতৃদিবসেj শুভেচ্ছা জানাতে চান না তিনি।

Advertisement

কী বলেছেন পরিচালক?

রবিবার টুইটারে একটি পোস্ট করেন রামগোপাল। বিশ্বের সেই সব মাকে শুভেচ্ছা জানালেন তিনি, যাঁদের সন্তানরা ‘প্রতিভাধর’। বাদ দিলেন নিজের মাকেই। লিখলেন, ‘মা, তোমাকে জানাই অ-শুভ মাতৃদিবস। এক দিনের জন্যও তোমাকে সুখী করতে পারিনি আমি’। যদিও তাঁর কথা মানেননি একাধিক নেটাগরিক। রামগোপালের মাকে শুভেচ্ছা জানিয়ে তাঁরা বলেছেন, ‘আপনি এক জন সু-শিক্ষকের জন্ম দিয়েছেন’। কেউ লিখেছেন, ‘আপনি এক জন দক্ষ সন্তান এবং ভাই। তবে আপনাকে আরও বাধ্য হতে হবে। আর তার জন্য আপনার হাতে অনেক সময় রয়েছে। আমি চাই, বাবা এবং স্বামী হিসেবেও আপনি ১০০ শতাংশ দক্ষতা অর্জন করুন’।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement