RRR

RRR: আমরা কী দোষ করলাম? আমেরিকায় ‘আরআরআর আনকাট’ মুক্তির খবরে চটে লাল ভক্তরা!

ফের বিতর্কে ‘আরআরআর’। আমেরিকায় ছবিটির ‘আনকাট’ সংস্করণ মুক্তি পেতে চলেছে। সে খবর পেতেই রেগে কাঁই ভারতীয় ভক্তরা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ মে ২০২২ ১৯:১৪
Share:

‘আরআরআর’ নিয়ে ফের গোলমাল!

এ দেশে দুরন্ত সাফল্য। বিদেশেও হইচই। বিশ্ব জুড়ে শোরগোল ফেলে দিয়েছে এস এস রাজামৌলির ছবি ‘আরআরআর’। এ বার আমেরিকায় ১০০টি প্রেক্ষাগৃহে নতুন করে মুক্তি পাচ্ছে রামচরণ, জুনিয়র এনটিআর, আলিয়া ভট্ট, অজয় দেবগণ অভিনীত এই বিপুল বাজেটের ছবি। এবং ‘আনকাট’ সংস্করণে। আর তাতেই বেজায় চটেছেন ভারতীয় ভক্তরা।

Advertisement

এ দেশে ‘আরআরআর’-অনুরাগীদের প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রে ছবির যে সংস্করণ মুক্তি পেতে চলেছে, তাতে বাড়তি কী আছে? রেগেমেগে অনেকেই বলছেন, ‘‘ভারতীয় ছবি, ভারতে মুক্তি পেল কেটেছেঁটে! আর আমেরিকায় দেখা যাবে পুরোটা! এ কেমন কথা? আমরা কী দোষ করলাম?’’

গণ্ডগোলটা কিন্তু একেবারে অন্য জায়গায়। আসলে ভারতে ছবির যে সংস্করণ দেখা গিয়েছে, হুবহু সেটাই দেখানো হবে মার্কিন যুক্তরাষ্ট্রেও। সমস্যা বাধিয়েছে হলিউডের দেওয়া ‘আনকাট’ তকমা। যা ব্যবহার করার উদ্দেশ্য দর্শকদের বোঝানো, আমেরিকায় মূল ছবিটিই দেখানো হচ্ছে। বিদেশি দর্শকদের জন্য কোনও অংশ বাদ দেওয়া হয়নি।

Advertisement

সেই তকমাই যে এমন ‘ব্যুমেরাং’ হয়ে যাবে কে জানত! ভারতীয় ‘আরআরআর’ ভক্তদের এখন সত্যিটা বোঝায় কে!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement