RRR

RRR: ‘আরআরআর’ ঘরে বসে দেখতে পাবেন এ মাসেই! কোথায় আসছে দক্ষিণী ব্লক বাস্টার?

এনটিআর জুনিয়র এবং রামচরণ অভিনীত সেই যুদ্ধের ছবি বিশ্বব্যাপী দর্শকের মন জয় করে নিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ মে ২০২২ ১৮:০৩
Share:

একাধিকবার ছবির মুক্তি বাধা পেয়েছে

সম্প্রতি দক্ষিণের যে দুটি ছবি নিয়ে সব থেকে বেশি হইচই হচ্ছে, 'আরআরআর' তার মধ্যে একটি। এনটিআর জুনিয়র এবং রামচরণ অভিনীত সেই যুদ্ধের ছবি বিশ্বব্যাপী দর্শকের মন জয় করে নিয়েছে। একাধিক ভাষায় মুক্তি পেয়ে বক্স অফিস দাপিয়ে বেরিয়েছে এসএস রাজামৌলির ছবি, যার আয় ১০০০ কোটি ছাড়িয়ে গিয়েছে। তবু এখনও যাঁরা প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখে উঠতে পারেননি তাঁদের জন্য এল সুখবর।

ওটিটি মঞ্চে শীঘ্রই মুক্তি পাচ্ছে 'আরআরআর'। এ বার ঘরে বসেই যুদ্ধ ক্ষেত্রের রোমাঞ্চ উপভোগ করতে পারবেন উৎসাহী দর্শকরা।

Advertisement

'আরআরআর' শ্যুটিং শেষ হয়েছিল আগেই। তবে করোনা অতিমারির কারণে একাধিকবার ছবির মুক্তি বাধা পেয়েছে। শেষমেশ ২৫ মার্চ ২০২২-এ প্রেক্ষাগৃহে মুক্তি পায় 'আরআরআর'। এ বার ওটিটির কোন কোন মঞ্চে আসতে চলেছে এই ছবি?

জানা গিয়েছে, আগামী ২০ মে ২০২২, নেটফ্লিক্স এবং জি ফাইভে মুক্তি পাবে এস এস রাজামৌলির ছবি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement