saif ali khan

Saif-Kareena: চুম্বনদৃশ্যে ‘না’, বিয়ের পর সইফকে ধমক করিনার

সইফ-করিনা। দর্শকের অন্যতম প্রিয় জুটি। বিয়ের পর কেন ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় না করার সিদ্ধান্ত নেন সইফিনা?

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ জুলাই ২০২২ ১৭:০৫
Share:

সইফ-করিনা

সইফ আলি খান, করিনা কপূর খান। বলিউডের প্রথম সারির জুটিদের মধ্যে অন্যতম। নবাব এবং তাঁর বেগম কখন কোথায় যাচ্ছেন, কী পরছেন, কোনও কিছুই নজর এড়ায় না পাপারাৎজিদের। শুরুর দিন থেকেই নিজেদের সম্পর্ক নিয়ে কোনও লুকোছাপা ছিল না সইফিনার। তা সে সইফের হাতের ‘করিনা’ ট্যাটুই হোক কিংবা প্রথম সন্তান তৈমুর আসার খবর।

Advertisement

কিন্তু জানেন কি বিয়ের আগে ঠিক কী চুক্তি হয়েছিল দু’জনের? কর্ণ জোহর সঞ্চালিত একটি শো-তে সেই কথা প্রকাশ্যে আনেন নায়িকা। সইফকে নিয়ে তিনি কখনও নিরাপত্তাহীনতায় ভোগেন? এই প্রশ্ন করা হলে করিনার সটান জবাব ‘না’।

তিনি বলেন, “আমার আর সইফের সম্পর্ক খুবই অন্য রকম। যখন সইফ ‘লভ আজ কাল’ ছবিতে চুম্বনদৃশ্যে অভিনয় করে, কিংবা আমি চুম্বনদৃশ্যের শ্যুট করি ‘কম ওয়াক্ত ইশক’ ছবিতে, আমি তখন ওঁকে জানাই। কিন্তু সইফ বলেছিল, এটা আমাদের কাজ।”

Advertisement

তবে পরে তাঁরা দু’জনেই ঠিক করেন, কোনও চুম্বনদৃশ্য অথবা শয্যাদৃশ্যে অভিনয় করবেন না। এর ফলে নিরাপত্তাহীনতা তৈরি হয়। সম্পর্কে প্রভাব পড়ে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement