Shahrukh Khan

প্রথম দর্শনে শাহরুখকে দেখে কী ভেবেছিলেন জুহি?

অভিনেত্রীর কথায়, রোগা, শ্যামবর্ণ চেহারার শাহরুখের কোনও সাদৃশ্য  ছিল না আমিরের সঙ্গে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২১ ২৩:৫৯
Share:

শাহরুখ-জুহি

শাহরুখ খান এবং জুহি চাওলা। ‘রাজু বন গয়া জেন্টলম্যান’, ‘ইয়েস বস’, ‘ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন তাঁরা। তবে প্রথম ছবির আগে নায়ককে ভাল ভাবে চিনতেন না জুহি।

Advertisement

তবে ‘রাজু বন গয়া জেন্টলম্যান’ ছবির প্রযোজক বিবেক বসওয়ানি শাহরুখের বর্ণনা দিয়েছিলেন জুহিকে। বলেছিলেন, জুহির আর এক নায়ক আমির খানের মতোই দেখতে শাহরুখকে। ‘ফৌজি’ ধারাবাহিকে অভিনয় করে তিনিও জনপ্রিয়তা অর্জন করেছেন।

এর পর শাহরুখকে প্রথম দেখে অবাক হয়েছিলেন জুহি। আমিরের সঙ্গে কোনও মিল খুঁজে পাননি তাঁর। অভিনেত্রীর কথায়, রোগা, শ্যামবর্ণ চেহারার শাহরুখের কোনও সাদৃশ্য ছিল না আমিরের সঙ্গে। এর পরে ছবিটি করতে চাননি অভিনেত্রী। তবে কথা দিয়েছিলেন বলে শেষমেশ কাজ করেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement