Mimi Chakraborty

লোভ সামলাতে না পেরে দু’টুকরো পিৎজ়া খেয়ে ফেলেছিলেন, প্রায়শ্চিত্ত করতে কী করলেন মিমি?

অভিনেতা-অভিনেত্রীদের বছরের বেশির ভাগ সময়েই কড়া ডায়েটে থাকতে হয় তাঁদের পেশার প্রয়োজনে। এ বার পিৎজ়ার দু’টি টুকরো নায়িকাকে দিল বড় চ্যালেঞ্জ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৮ মে ২০২৩ ১৬:১২
Share:

দু’টুকরো পিৎজ়া খাওয়ার পর কী করলেন মিমি? ছবি: সংগৃহীত।

পরনে জিমের পোশাক। কখনও ‘পুল আপস্‌’ কখনও আবার ‘স্কোয়াট’ করে ঘাম ঝরাচ্ছেন মিমি চক্রবর্তী। সম্প্রতি এমনই এক ভিডিয়ো নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন নায়িকা। তবে অনেকের মনে হতেই পারে, এ আর এমন কী! নায়িকা হয়েছেন যখন, জিমে ঘাম ঝরাবেন, সেটাই স্বাভাবিক। অভিনেতা-অভিনেত্রীদের চেহারা হবে ছিপছিপে মেদহীন— এমনটাই আশা করেন দর্শক। সে জন্য অনেক প্রিয় খাবারকে বর্জন করতে হয় নায়ক-নায়িকাদের। মিমির এত কসরত সে কারণেই।

Advertisement

খেয়েছিলেন দু’টুকরো পিৎজ়া। চিজ়, সসে ভরপুর পিৎজ়ায় রয়েছে ক্যালোরি। যা খেলে ওজন বাড়তে বাধ্য। কিন্তু তা হলে তো নায়িকার পক্ষে সমস্যা। তাই জিমে গিয়ে খানিকটা বেশিই ঘাম ঝরালেন মিমি। ভিডিয়ো করে পোস্ট করলেন। নায়িকা লিখলেন, “দু’ টুকরো পিৎজ়া যাতে কোমরের মাপ পরিবর্তন না করতে পারে, তাই এই কসরত। জীবনে চ্যালেঞ্জ না থাকলে গতি থাকে না।” পিৎজ়ার টুকরো যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তাঁর দিকে, তা মিমির লেখাতেই স্পষ্ট।

তিনি যে খেতে ভালবাসেন এমনটা বরাবরই জানিয়ে এসেছেন মিমি। কিন্তু পেশার প্রয়োজনে সব খাবার খাওয়া সম্ভব হয় না। কড়া ডায়েটের মধ্যে থাকতে হয় তাঁকে। আর কখনও যদি ডায়েট ভাঙেন, তার জন্য কসরত করতে হয় অনেকটা বেশি। বাইরে শুটিং করতে গিয়েও তাই কখনও শরীরচর্চা করতে ভোলেন না নায়িকা।

Advertisement

শোনা যায়, তাঁর প্রথম হিন্দি ছবি ‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’র শুটিংয়ের সময়ও ফাঁক পেলেই জিমে কাটাতেন তিনি। কয়েক দিন আগে প্রকাশ্যে এসেছে নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত এই হিন্দি ছবির প্রথম লুক। এই ছবি প্রসঙ্গে শিবপ্রসাদ আনন্দবাজার অনলাইনকে বলেন, “এই ছবিতে মিমি যেন নতুন আবিষ্কার।” চলতি বছরেই মুক্তি পাবে এই ছবি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement