neetu singh

Rishi-Neetu: হাসপাতালে রণবীর-আলিয়াকে শেষ কী বলেছিলেন ঋষি, জানালেন নীতু

ছবির প্রচারে গিয়ে নীতু বার বার ফিরে যাচ্ছেন অতীতে। সম্প্রতি স্বামী ঋষি কপূরের কথা বলতে গিয়ে অতীতের একটি মজার ঘটনা শোনালেন অভিনেত্রী।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ জুন ২০২২ ১৯:৫৮
Share:

রণবীর-আলিয়াকে হাসপাতালে কী বলেছিলেন ঋষি? ছবির প্রচারে এসে সে কথাই ফাঁস করলেন নীতু।

আগামী ২৪ জুন মুক্তি পাচ্ছে তাঁর নতুন ছবি ‘যুগ যুগ জিয়ো’। ছবির প্রচারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নীতু কপূর বার বার ফিরে যাচ্ছেন অতীতে। সম্প্রতি স্বামী ঋষি কপূরের কথা বলতে গিয়ে শোনালেন অতীতের একটি মজার ঘটনার কথা। নীতু জানান, ঋষি হাসপাতালে থাকাকালীন রণবীর আর আলিয়া তাঁকে নিয়মিত দেখতে যেতেন। বলিউডের ‘লাভার বয়’ আইসিইউ থেকে দেখতেন, তাঁর আদরের ছেলে আর হবু বৌমা সারা দিন হাসপাতালে বসে। এক দিন থাকতে না পেরে নীতুর সামনে ‘রণলিয়া’কে ডেকে ঋষি বলেছিলেন, “তুম কিতনে ভেল্লে লোগ হো। সারা দিন বৈঠে রহতে হো।”

Advertisement

পঞ্জাবিতে ‘ভেল্লে লোগ’ শব্দটি ব্যবহার হয় কর্মহীন বোঝাতে। আলিয়া-রণবীর সারা দিন হাসপাতালে বসে। তাই তাঁদের ‘ভেল্লে লোগ’ বলে রসিকতা করেছিলেন ঋষি। অভিনেতা চাইতেন না, ছেলে এবং হবু বৌমা সব কাজ ফেলে তাঁর কাছে বসে থাকুক। সংবাদ সংস্থাকে নীতু বলেন, “সে সময়ে ঋষিজি রণবীর-আলিয়াকে দেখেই বলতেন ‘আরে ইয়ার, শাদি কর লো!’ ওঁর শেষ কথা ওটাই ছিল। ওটাই উনি চাইতেন।”

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement